কীভাবে গুগল ম্যাপসের লাইভ লোকেশন সুবিধা ব্যবহার করে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানানো যায়। সেটি হয়তো অনেকেই জানেন না। জেনে নিন তাহলে সেই উপায়।


প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপস অ্যাপে যেতে হবে। গুগল ম্যাপসের ফিডে ওপরে ডানদিকে প্রদর্শিত প্রোফাইল আইকন চাপতে হবে। এরপর সেখানে দেখানো অপশন থেকে লোকেশন শেয়ারিংয়ের ক্লিক করুন। এরপরের পেজের নিচে থাকা শেয়ার লোকেশনে ট্যাপ করতে হবে। সেখানে লেকেশন জানানোর কাঙ্ক্ষিত সময় নির্ধারণ করতে হবে। ১ ঘণ্টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা সময় নির্ধারণ ছাড়া পরবর্তী সময়ে বন্ধ না করা পর্যন্ত এ অবস্থানের তথ্য জানানো যাবে।


সময় নির্ধারণ করার পর নিচে থাকা অপশন থেকে বিভিন্ন ব্যক্তির ই-মেইল ঠিকানা দেখা যাবে। কাঙ্ক্ষিত ব্যক্তির ই-মেইল ঠিকানা নির্বাচন করতে হবে। এরপর শেয়ার অপশনে ট্যাপ করতে হবে।


এ ছাড়া প্রদর্শিত ই-মেইল ঠিকানায় কাঙ্ক্ষিত ব্যক্তির ই-মেইল না থাকলে তিনটি ডট মেনুতে ট্যাপ করে সার্চ বক্সে তার ই-মেইল ঠিকানা লিখে সেন্ড অপশনে ট্যাপ করতে হবে। পাশাপাশি নিচে থাকা জিমেইল আইকনে ট্যাপ করে শেয়ার অপশনে ট্যাপ করে শেয়ার লিংকটি কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে শেয়ার করতে হবে। 


এরপর যার সঙ্গে লোকেশন শেয়ার করা হয়েছে, তিনি লাইভ লোকেশন দেখার পাশাপাশি যন্ত্রে চার্জের পরিমাণও দেখতে পারবেন। এরপর স্টপ অপশনের মাধ্যমে লোকেশন শেয়ার বন্ধ করা যাবে।

"> কীভাবে গুগল ম্যাপসের লাইভ লোকেশন সুবিধা ব্যবহার করে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানানো যায়। সেটি হয়তো অনেকেই জানেন না। জেনে নিন তাহলে সেই উপায়।


প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপস অ্যাপে যেতে হবে। গুগল ম্যাপসের ফিডে ওপরে ডানদিকে প্রদর্শিত প্রোফাইল আইকন চাপতে হবে। এরপর সেখানে দেখানো অপশন থেকে লোকেশন শেয়ারিংয়ের ক্লিক করুন। এরপরের পেজের নিচে থাকা শেয়ার লোকেশনে ট্যাপ করতে হবে। সেখানে লেকেশন জানানোর কাঙ্ক্ষিত সময় নির্ধারণ করতে হবে। ১ ঘণ্টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা সময় নির্ধারণ ছাড়া পরবর্তী সময়ে বন্ধ না করা পর্যন্ত এ অবস্থানের তথ্য জানানো যাবে।


সময় নির্ধারণ করার পর নিচে থাকা অপশন থেকে বিভিন্ন ব্যক্তির ই-মেইল ঠিকানা দেখা যাবে। কাঙ্ক্ষিত ব্যক্তির ই-মেইল ঠিকানা নির্বাচন করতে হবে। এরপর শেয়ার অপশনে ট্যাপ করতে হবে।


এ ছাড়া প্রদর্শিত ই-মেইল ঠিকানায় কাঙ্ক্ষিত ব্যক্তির ই-মেইল না থাকলে তিনটি ডট মেনুতে ট্যাপ করে সার্চ বক্সে তার ই-মেইল ঠিকানা লিখে সেন্ড অপশনে ট্যাপ করতে হবে। পাশাপাশি নিচে থাকা জিমেইল আইকনে ট্যাপ করে শেয়ার অপশনে ট্যাপ করে শেয়ার লিংকটি কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে শেয়ার করতে হবে। 


এরপর যার সঙ্গে লোকেশন শেয়ার করা হয়েছে, তিনি লাইভ লোকেশন দেখার পাশাপাশি যন্ত্রে চার্জের পরিমাণও দেখতে পারবেন। এরপর স্টপ অপশনের মাধ্যমে লোকেশন শেয়ার বন্ধ করা যাবে।

"> গুগল ম্যাপসে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানাবেন যেভাবে
ঢাকা, বাংলাদেশ ২৮ এপ্রিল, ২০২৪

গুগল ম্যাপসে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানাবেন যেভাবে

Publish : 02:16 AM, 03 January 2024.
গুগল ম্যাপসে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানাবেন যেভাবে
গুগল ম্যাপসে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানাবেন যেভাবে
বিজ্ঞান- প্রযুক্তি ড� :

কীভাবে গুগল ম্যাপসের লাইভ লোকেশন সুবিধা ব্যবহার করে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানানো যায়। সেটি হয়তো অনেকেই জানেন না। জেনে নিন তাহলে সেই উপায়।


প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপস অ্যাপে যেতে হবে। গুগল ম্যাপসের ফিডে ওপরে ডানদিকে প্রদর্শিত প্রোফাইল আইকন চাপতে হবে। এরপর সেখানে দেখানো অপশন থেকে লোকেশন শেয়ারিংয়ের ক্লিক করুন। এরপরের পেজের নিচে থাকা শেয়ার লোকেশনে ট্যাপ করতে হবে। সেখানে লেকেশন জানানোর কাঙ্ক্ষিত সময় নির্ধারণ করতে হবে। ১ ঘণ্টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা সময় নির্ধারণ ছাড়া পরবর্তী সময়ে বন্ধ না করা পর্যন্ত এ অবস্থানের তথ্য জানানো যাবে।


সময় নির্ধারণ করার পর নিচে থাকা অপশন থেকে বিভিন্ন ব্যক্তির ই-মেইল ঠিকানা দেখা যাবে। কাঙ্ক্ষিত ব্যক্তির ই-মেইল ঠিকানা নির্বাচন করতে হবে। এরপর শেয়ার অপশনে ট্যাপ করতে হবে।


এ ছাড়া প্রদর্শিত ই-মেইল ঠিকানায় কাঙ্ক্ষিত ব্যক্তির ই-মেইল না থাকলে তিনটি ডট মেনুতে ট্যাপ করে সার্চ বক্সে তার ই-মেইল ঠিকানা লিখে সেন্ড অপশনে ট্যাপ করতে হবে। পাশাপাশি নিচে থাকা জিমেইল আইকনে ট্যাপ করে শেয়ার অপশনে ট্যাপ করে শেয়ার লিংকটি কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে শেয়ার করতে হবে। 


এরপর যার সঙ্গে লোকেশন শেয়ার করা হয়েছে, তিনি লাইভ লোকেশন দেখার পাশাপাশি যন্ত্রে চার্জের পরিমাণও দেখতে পারবেন। এরপর স্টপ অপশনের মাধ্যমে লোকেশন শেয়ার বন্ধ করা যাবে।

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস