রাত পোহালেই ভোট। ভোটের আগে ও পরে কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য ঠাকুরগাঁও-১ ২ ও ৩ আসনে আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোরভাবে টহল জোরদার করেছে ৫০ বিজিবি।
এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে ৫০ বিজিবি এই টহল কার্যক্রম শুরু করে।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও-১ ২ ও ৩ আসনের বেশকিছু ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। এই কারণে তাদের সমর্থকদের উত্তেজনা বিরাজ করছে। তাই সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তিনটি আসনে ৫০ বিজিবির ১৫ প্লাটুন ও রিজার্ভসহ ৩৫২ বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
৫০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: তানজির আহম্মদ বলেন, ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের কিছু ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে রাতদিন টহল জোরদার রেখেছে ৫০ বিজিবির সদস্যরা। এতে ঝুঁকিপূর্ণ থাকা কেন্দ্রগুলো শৃঙ্খলা নিশ্চিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com