ঢাকা, বাংলাদেশ ২৭ এপ্রিল, ২০২৪

জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র

Publish : 09:12 AM, 06 January 2024.
জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র
সাকিব আল হাসান
নিজস্ব প্রতিবেদক :

মাগুরা সদর উপজেলার ৯ ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসন। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি ও বিএনএফের ৪ প্রার্থী। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮৫ জন। আসনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৫২টি।

মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান রবিবার নিজ ভোটকেন্দ্র মাগুরা শহরের দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। শনিবার বিকাল ৪টার মধ্যে কেন্দ্রটির যাবতীয় ভোট সরঞ্জামাদি পৌঁছে গেছে। এই কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৮১৮ জন। কেন্দ্রটিতে ভোটারদের জন্যে এখন বুথ তৈরির কাজ চলছে।

দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রদীপ মজুমদার বলেন, ‘যথাসময়ের মধ্যেই ভোট সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছে গেছে। এখানে ভোটারের সংখ্যা ২ হাজার ৮১৮ জন এবং ৬টি বুথ। আশা করছি এখানে সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।’

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, শুক্রবার সকাল ৮টায় নির্বাচনী প্রচার শেষ। এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রচারে তরুণ প্রজন্মের কাছ থেকেই বেশি উৎসাহ পেয়েছেন বলে জানান ক্রিকেট মাঠের সফল এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের ভোটাররা অনেক বেশি ভোট দেবে আশা করি। যদি তাদের দুটো করে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমার চিন্তা করা লাগত না। আশা করছি তারা ভোট দেবে।

আওয়ামী লীগ যারা করে, (সেই) সর্বসাধারণের ভোটে আমি জয়যুক্ত হতে চাই। যদি কাজ করার সুযোগ পাই, তাহলে সকলের জন্যেই করব। সারা মাগুরা আমার হবে। তাই দাবি করব—দলমত নির্বিশেষে আমাকে যেন ভোট দেয়।’

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস