ল্যাপটপে কাজ করতে একাধিক ট্যাব খুলতে হয়। অনেক সময় একাধিক ট্যাব খুললেই ল্যাপটপ হ্যাং করতে শুরু করে। এক ট্যাব থেকে অন্য ট্যাবে সুইচ করতে বেশি সময় নেয়।

এই সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। অনেকেই মনে করেন, এটি কানেকশনের সমস্যা। নয়তো বা ল্যাপটপের সমস্যা। আপনার ল্যাপটপের সমস্যা এটা ভেবে নেওয়ার আগে কয়েকটি কাজ করে দেখতে পারেন। এতে ব্রাউজারে যত খুশি ট্যাব খুলে কাজ করলেও কোনো সমস্যা দেখা দেবে না।

জেনে নিন কী করবেন-

স্লিপিং মোডে রেখে দেন। এতেও সমস্যা দেখা দিতে পারে।

"> ল্যাপটপে কাজ করতে একাধিক ট্যাব খুলতে হয়। অনেক সময় একাধিক ট্যাব খুললেই ল্যাপটপ হ্যাং করতে শুরু করে। এক ট্যাব থেকে অন্য ট্যাবে সুইচ করতে বেশি সময় নেয়।

এই সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। অনেকেই মনে করেন, এটি কানেকশনের সমস্যা। নয়তো বা ল্যাপটপের সমস্যা। আপনার ল্যাপটপের সমস্যা এটা ভেবে নেওয়ার আগে কয়েকটি কাজ করে দেখতে পারেন। এতে ব্রাউজারে যত খুশি ট্যাব খুলে কাজ করলেও কোনো সমস্যা দেখা দেবে না।

জেনে নিন কী করবেন-

স্লিপিং মোডে রেখে দেন। এতেও সমস্যা দেখা দিতে পারে।

"> একাধিক ট্যাব খুললেই ল্যাপটপ হ্যাং করছে?
ঢাকা, বাংলাদেশ ২৯ এপ্রিল, ২০২৪

একাধিক ট্যাব খুললেই ল্যাপটপ হ্যাং করছে?

Publish : 04:36 AM, 02 January 2024.
একাধিক ট্যাব খুললেই ল্যাপটপ হ্যাং করছে?
একাধিক ট্যাব খুললেই ল্যাপটপ হ্যাং করছে?
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ল্যাপটপে কাজ করতে একাধিক ট্যাব খুলতে হয়। অনেক সময় একাধিক ট্যাব খুললেই ল্যাপটপ হ্যাং করতে শুরু করে। এক ট্যাব থেকে অন্য ট্যাবে সুইচ করতে বেশি সময় নেয়।

এই সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। অনেকেই মনে করেন, এটি কানেকশনের সমস্যা। নয়তো বা ল্যাপটপের সমস্যা। আপনার ল্যাপটপের সমস্যা এটা ভেবে নেওয়ার আগে কয়েকটি কাজ করে দেখতে পারেন। এতে ব্রাউজারে যত খুশি ট্যাব খুলে কাজ করলেও কোনো সমস্যা দেখা দেবে না।

জেনে নিন কী করবেন-

  • ব্রাউজার আপডেট করুন। পুরনো ব্রাউজার ধীরে কাজ করে। ফলে আপনি যখনই অনেকগুলো ট্যাব একসঙ্গে খোলেন, তখন সঠিকভাবে কাজ করতে পারে না। ফলে মনে হয় ল্যাপটপে সমস্যা হচ্ছে। ভালো পারফরম্যান্সের জন্য, আপনার ব্রাউজারটিকে সর্বশেষ সংস্করণে আপডেট রাখুন। এছাড়াও আপনার উইন্ডোজ আপডেট করা আছে কি না তা খেয়াল রাখুন।
  • সময়ের সঙ্গে সঙ্গে ব্রাউজারটিতে খুব বেশি ক্যাশে এবং কুকিজ জমা হতে পারে, যা এটিকে ধীর করে দেয়। ভালো পারফরম্যান্সের জন্য ফাইলগুলো নিয়মিত পরিষ্কার করুন। এমনকি প্রয়োজনে আপনার ল্যাপটপ থেকে হার্ড সফটওয়্যারও সরিয়ে ফেলুন।
  • আপনার হার্ডওয়্যার আপগ্রেড করে দেখতে পারেন। কিংবা কাজ অনুযায়ী আরও র‍্যাম আপগ্রেড করতে পারেন।
  • কাজ শেষ হলে ল্যাপটপটিকে পুরোপুরি বন্ধ করুন। অনেকেই কাজের শেষে ল্যাপটপটিকে শাট ডাউন করেন না।

স্লিপিং মোডে রেখে দেন। এতেও সমস্যা দেখা দিতে পারে।

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস