অনেকেই ভিজিটিং কার্ড কিংবা নিমন্ত্রণ পত্রে বাড়ি বা অফিসে ঠিকানা যুক্ত করেন। যে নিমন্ত্রিতরা খুব সহজেই বাড়ি চিনতে পারেন। কিংবা যাকে ভিজিটিং কার্ড দিচ্ছেন সে যেন অফিসের ঠিকানা খুঁজে পান সহজেই। কিউআর কোড স্ক্যান করেই অনেকে যথাযথ লোকেশনে পৌঁছে যেতে পারেন।

কিউআর কোড তৈরি করার খুবই সহজ। আপনি নিজেই ঘরে বসে তা করে নিতে পারেন। এজন্য একটা মোবাইল বা কম্পিউটার লাগবে। আর দরকার হতে পারে একটি কিউআর কোড জেনারেটরের, যা আপনি গুগলে গিয়ে বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকেই পেতে পারেন।

দেখে নিন কীভাবে নিজের ঠিকানার কিউআর কোড তৈরি করবেন-

"> অনেকেই ভিজিটিং কার্ড কিংবা নিমন্ত্রণ পত্রে বাড়ি বা অফিসে ঠিকানা যুক্ত করেন। যে নিমন্ত্রিতরা খুব সহজেই বাড়ি চিনতে পারেন। কিংবা যাকে ভিজিটিং কার্ড দিচ্ছেন সে যেন অফিসের ঠিকানা খুঁজে পান সহজেই। কিউআর কোড স্ক্যান করেই অনেকে যথাযথ লোকেশনে পৌঁছে যেতে পারেন।

কিউআর কোড তৈরি করার খুবই সহজ। আপনি নিজেই ঘরে বসে তা করে নিতে পারেন। এজন্য একটা মোবাইল বা কম্পিউটার লাগবে। আর দরকার হতে পারে একটি কিউআর কোড জেনারেটরের, যা আপনি গুগলে গিয়ে বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকেই পেতে পারেন।

দেখে নিন কীভাবে নিজের ঠিকানার কিউআর কোড তৈরি করবেন-

"> নিজের ঠিকানার কিউআর কোড বানাবেন যেভাবে
ঢাকা, বাংলাদেশ ২৮ এপ্রিল, ২০২৪

নিজের ঠিকানার কিউআর কোড বানাবেন যেভাবে

Publish : 08:54 AM, 28 December 2023.
নিজের ঠিকানার কিউআর কোড বানাবেন যেভাবে
নিজের ঠিকানার কিউআর কোড বানাবেন যেভাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

অনেকেই ভিজিটিং কার্ড কিংবা নিমন্ত্রণ পত্রে বাড়ি বা অফিসে ঠিকানা যুক্ত করেন। যে নিমন্ত্রিতরা খুব সহজেই বাড়ি চিনতে পারেন। কিংবা যাকে ভিজিটিং কার্ড দিচ্ছেন সে যেন অফিসের ঠিকানা খুঁজে পান সহজেই। কিউআর কোড স্ক্যান করেই অনেকে যথাযথ লোকেশনে পৌঁছে যেতে পারেন।

কিউআর কোড তৈরি করার খুবই সহজ। আপনি নিজেই ঘরে বসে তা করে নিতে পারেন। এজন্য একটা মোবাইল বা কম্পিউটার লাগবে। আর দরকার হতে পারে একটি কিউআর কোড জেনারেটরের, যা আপনি গুগলে গিয়ে বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকেই পেতে পারেন।

দেখে নিন কীভাবে নিজের ঠিকানার কিউআর কোড তৈরি করবেন-

  • প্রথমেই আপনার ডিভাইস থেকে গুগল ম্যাপস খুলুন।
  • যে ঠিকানার কিউআর কোড তৈরি করতে চান, সেটিকে গুগল ম্যাপস থেকে সিলেক্ট করুন।
  • ম্যাপ থেকে সেই লোকেশনটিকে মার্ক করুন।
  • গুগল ম্যাপস থেকে আপনার সেই লোকেশনের লিঙ্কটি কপি করে নিন।
  • এবার গুগল থেকে সার্চ করে এমই- কিউআর কোড জেনারেটর সাইটটি খুলুন।
  • আপনার লোকেশনের লিঙ্কটি দিয়ে দিন।
  • এখানেই এরপরে আপনাকে জেনারেট কিউআর কোড বাটনটিতে ক্লিক করতে হবে।
  •  এভাবেই আপনার ঠিকানার কিউআর কোড তৈরি করতে পারবেন। আপনার লোগোটিকে কাস্টমাইজও করতে পারেন বা নিজস্ব একটি লোগোও দিয়ে দিতে পারেন।

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস