ঢাকা, বাংলাদেশ ০৯ মে, ২০২৪

হোয়াটসঅ্যাপ ওয়েবে ফিল্টার করা যাবে চ্যাট

Publish : 02:48 AM, 31 December 2023.
হোয়াটসঅ্যাপ ওয়েবে ফিল্টার করা যাবে চ্যাট
হোয়াটসঅ্যাপ ওয়েবে ফিল্টার করা যাবে চ্যাট
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে অর্থাৎ কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে চ্যাট ফিল্টার করা যাবে। নতুন এ সুবিধা সব ব্যবহারকারীর জন্য ধারাবাহিকভাবে উন্মুক্ত করছে মেটার মালিকানাধীন অ্যাপ্লিকেশনটি। 

এর ফলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে করা চ্যাট বিষয় ও ধরন অনুযায়ী সহজেই আলাদা করতে পারবেন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো এ তথ্য জানিয়েছে।

ডব্লিউ আ বেটা ইনফোর তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপে নতুন একটি সুবিধা যুক্ত হয়েছে। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপ চ্যাটে থাকা ফিল্টার অপশন ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন চ্যাট আলাদা করতে পারবেন। এখন বেটা সংস্করণের ব্যবহারকারীরা সুবিধাটি পরখ করতে পারছেন।

পরবর্তী সময়ে অন্য সব ব্যবহারকারীর জন্যও সুবিধাটি চালু করা হবে। হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে এ সুবিধা ব্যবহার করা যাবে।

ওয়েব সংস্করণে হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপরে বিভিন্ন ফিল্টার অপশন দেখা যাবে। এর মধ্যে রয়েছে ‘আনরিড’, ‘কন্টাক্টস’, ‘গ্রুপস’ প্রভৃতি। এসব ফিল্টার অপশনে ক্লিক করলে এ–সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট প্রদর্শিত হবে। যেমন আনরিড ফিল্টার অপশনে ক্লিক করলে যেসব হোয়াটসঅ্যাপ বার্তা পড়া হয়নি, সেগুলো প্রদর্শিত হবে। গ্রুপসে ক্লিক করলে এক জায়গায় সব গ্রুপ চ্যাট প্রদর্শিত হবে।

এদিকে সম্প্রতি স্ট্যাটাস অপশনেও এইচডি মানের ছবি ও ভিডিও পোস্টের সুযোগ চালুর জন্য কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন।

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস