ঢাকা, বাংলাদেশ ০৯ মে, ২০২৪

বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ৩ স্মার্টফোন

Publish : 04:17 AM, 17 December 2023.
বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ৩ স্মার্টফোন
বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ৩ স্মার্টফোন
তথ্য প্রযুক্তি ডেস্� :

হ্যাকারদের জন্য স্মার্টফোন সুরক্ষিত রাখা এখন খুবই কঠিন। বিভিন্নভাবে ফোনে ঢুকিয়ে দিচ্ছে ম্যালওয়্যার। চুরি করছে ফোনের ব্যক্তিগত ছবি, তথ্য। ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করছে নিমিষেই। তবে এমন কিছু স্মার্টফোন আছে যেগুলো বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন।

অ্যাপল, স্যামসাং এবং গুগলের মতো বিখ্যাত ব্র্যান্ডগুলো তাদের স্মার্টফোনগুলোতে সুরক্ষা বাড়ানোর জন্য ধারাবাহিকভাবে অতিরিক্ত সুরক্ষা স্তর অন্তর্ভুক্ত করে। তা সত্ত্বেও হ্যাকিং হচ্ছে প্রতিনিয়ত। যারা নিরাপদ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য থাকছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ৩ স্মার্টফোনের খোঁজ।

পিউরিজম লিব্রেম ৫

পিউরিজম দ্বারা নির্মিত লিব্রেম ৫ হলো একটি নিরাপত্তা এবং গোপনীয়তা যুক্ত প্রথম স্মার্টফোন যা ব্যবহারকারীকে সব নিয়ন্ত্রণ অফার করে। লিনাক্সের উপর ভিত্তি করে একটি অপারেটিং সিস্টেম পিওরওএস-এর উপরে নির্মিত ডিভাইসটি ব্যবহারকারীকে সব সফটওয়্যার এবং হার্ডওয়্যার-সম্পর্কিত নিয়ন্ত্রণ অফার করে, যেন কেউ ট্র্যাক করতে না পারে। এই স্মার্টফোনের মূল ফিচার হলো ব্লুটুথ, ওয়াই-ফাই এবং সেলুলার সিগন্যালের মতো ওয়্যারলেস নেটওয়ার্কগুলোকে নিষ্ক্রিয় করার সুইচ রয়েছে। ডিভাইসে ক্যামেরা এবং মাইক্রোফোন সম্পূর্ণরূপে অক্ষম করার জন্য এটিতে সুইচ রয়েছে।

বেশিরভাগ আধুনিক স্মার্টফোনের বিপরীতে পিউরিজম লিব্রেম ৫ একটি প্রতিস্থাপনযোগ্য ব্যাটারির সঙ্গে আসে। বেসিক স্মার্টফোনের ফিচার অনুযায়ী ডিভাইসটির সামনে একটি বড় ডিসপ্লে রয়েছে এবং নেভারবলের মতো গেমও খেলা যেতে পারে। এই ফোনে রয়েছে ৩জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ শক্তিশালী ভিভান্তে জিসি৭০০০লাইট জিপিইউ। আন্তর্জাতিক বাজারে এর দাম মাত্র ৯৯৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

সিরিন ল্যাবস ফিনি ইউ১

সিরিন ল্যাবস ফিনি ইউ১ একটি সুরক্ষিত স্মার্টফোন, যা ব্লকচেইন প্রযুক্তি দ্বারা সমর্থিত এবং এটিকে বিশ্বের প্রথম সাইবার-সুরক্ষিত ব্লকচেন সক্ষম স্মার্টফোন হিসেবেও চিহ্নিত করা হয়। যদিও এটি বিল্ট-ইন ইনট্রুশন প্রিভেনশন সিস্টেম সহ গুগলের অ্যান্ড্রয়েডের একটি পরিবর্তিত সংস্করণে চলে। স্মার্টফোনটি রিয়েল-টাইম এন্ড-টু-এন্ড এনক্রিপশন সহ কল, মেসেজ এবং ই-মেইল সমর্থন করে।

ডিভাইসটিতে একটি ফিনি অ্যাপ লক রয়েছে, যা ব্যবহারকারীদের ফোনে সংরক্ষিত বিষয়বস্তুকে আরও সুরক্ষিত করতে দেয়। এটিতে একটি এমবেডেড কোল্ড স্টোরেজ ওয়ালেটও রয়েছে, যা শুধু ২-ইঞ্চির মাল্টি-টাচ নিরাপদ স্ক্রিনের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। ডিভাইসটি অতিরিক্ত স্টোরেজ সম্প্রসারণের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লট সহ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ স্ন্যাপড্রাগন ৮৪৫ এসওসি দ্বারা চালিত। আন্তর্জাতিক বাজারে এর দাম মাত্র ৮৯৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯৯ হাজার টাকা।

বিটিয়াম টাফ মোবাইল ২

এই স্মার্টফোনটির ট্যাগলাইন “অতি-সুরক্ষিত মোবাইল যোগাযোগের জন্য নতুন স্ট্যান্ডার্ড”। এটি এমন একটি ডিভাইস যা নিরাপত্তাকে গুরুত্ব সহকারে নেয়। স্মার্টফোনটি সর্বোচ্চ নিরাপত্তার প্রয়োজনীয়তা সহ পেশাদারদের দ্বারা ডিজাইন ও নির্মিত হয়েছে এবং ফিনল্যান্ডে তৈরি করা হয়েছে। এই স্মার্টফোনটি এন্ড-টু-এন্ড এনক্রিপশনও অফার করে এবং টেম্পার-প্রুফ প্রযুক্তির বৈশিষ্ট্য যুক্ত, যা হার্ডওয়্যার ম্যানিপুলেশন এবং ডেটা চুরি প্রতিরোধ করে।

ডিভাইসটিতে ওয়্যারলেস সংযোগের জন্য হার্ডওয়্যার-ভিত্তিক গোপনীয়তা মোড রয়েছে এবং এটি বিটিয়াম সিকিউর কল প্রযুক্তি দ্বারা সজ্জিত। যা এন্ড-টু-এন্ড এনক্রিপশন সহ অডিও এবং ভিডিও কলগুলোকে যাচাই করে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ বা নতুন সংস্করণে চলে এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭০ এসওসি দ্বারা চালিত। আন্তর্জাতিক বাজারে এর দাম মাত্র ১ হাজার ৭২৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস