বলিউডে সকলেই যে যার মতো করে বর্ষবরণ করতে ব্যস্ত। কেউ সারারাত পার্টিতে মেতেছেন, কেউ শহর ছেড়ে উড়ে গিয়েছেন অন্যত্র। ২০২৩-এর শেষ সন্ধ্যায় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে দেখা গেল বন্ধুবান্ধবের সঙ্গে এক নামী হোটেলে পার্টি করতে। সেই পার্টির আয়োযক অবশ্য তিনিই। ২০২১-এর মাদককাণ্ডের পর থেকে তিনি দেড়-দু’বছর নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন। খুব বেশি বাড়ির বাইরেও বেরোতেন না। তবে ২০২৩ সালটা তাঁর মন্দ যায়নি। তাঁর পরিচালিত প্রথম বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন বাবা শাহরুখ খান। তাঁর প্রথম ওয়েব সিরিজ় ‘স্টারডম’-এর কাজও চলছে জোরদকমে। তাই বছরশেষে খোশমেজাজে দেখা গেল আরিয়ানকে। একদম বাদশাহি কায়দায় চলল বর্ষবরণের উদ্যাপন।
সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com