ঢাকা, বাংলাদেশ ২০ সেপ্টেম্বর, ২০২৪

নতুন বছরে ভক্তদের যে বার্তা দিলেন বুবলী

Publish : 04:44 AM, 05 January 2024.
নতুন বছরে ভক্তদের যে বার্তা দিলেন বুবলী
ছবিঃ সংগৃহীত
অনলাইন ডেস্ক :

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই ঢালিউডে জায়গা করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে অভিনয়ের নৈপুণ্যতায় রয়েছেন দর্শকদের মনে। ২০২৩ সালে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে ছিলেন এই নায়িকা। তবে নতুন বছরে ভক্তদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন বুবলীর।

শুধু তাই নয়, ২০২৪ সাল যেন ভালো কাটে সেজন্য দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন বুবলী। সেখানে সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বুবলী তার পোস্টে লিখেছেন-

আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এতো সুন্দর করে তোলার জন্য।

ওই পোস্টে দোয়া চেয়ে বুবলী আরও লেখেন, ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।

কিছুদিন আগেই ঢালিউডের এই নায়িকার সঙ্গে গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক, গায়ক তাপসকে প্রেমের গুঞ্জন উঠে। সেসময় তাপসের স্ত্রী মুন্নী তার ফেসবুকে লেখেন, ‘তাপস ও বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে’।

তাপস- বুবলীর এই ইস্যু সেসময় নানা আলোচনা-সমালোচনার ঝড় তোলে। বর্তমানে বুবলী নির্মাতা জসিম উদ্দিন জাকিরের ‘মায়া দ্য লাভ’ সিনেমায় কাজ করছেন। হাতে রয়েছে আরও বেশ কিছু সিনেমা। তবে এরই মধ্যে আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। সিনেমার নাম ‌‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‌‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।

উল্লেখ্য, বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠিকা হিসেবে। ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস রাজি না হওয়ায় বুবলীকে নির্বাচন করা হয়। তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস