ঢাকা, বাংলাদেশ ০৪ মে, ২০২৪

গত বছর এদিনে বাবাকে হারিয়েছইলেন চঞ্চল চৌধুরী

Publish : 04:25 AM, 30 December 2023.
গত বছর এদিনে বাবাকে হারিয়েছইলেন চঞ্চল চৌধুরী
গত বছর এদিনে বাবাকে হারিয়েছইলেন চঞ্চল চৌধুরী
বিনোদন ডেস্ক :

অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোটপর্দা থেকে বড়পর্দা; সবখানেই তার সরব উপস্থিতি। বিভিন্ন ধরনের চরিত্রে পরিচ্ছন্ন অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গত বছর এদিনে বাবাকে হারিয়েছেন তিনি। বাবা হারানোর শোক ভুলতে পারছেন না চঞ্চল।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, ‘বাবা’ ডাকতে পারি না একটা বছর/ আমাদের বাবা অনন্তলোকে চলে যাবার আজ এক বছর হয়ে গেল/ বাবার হাতটা ছুঁতে পারি না একটা বছর/ বাবাকে আদর করতে পারি না একটা বছর/ মাঝে মাঝে গভীর রাতে একাকী চিৎকার করে বাবা বাবা বলে ডাকি/ বাবা সাড়া দেয় না/ আর দেবেও না কোনোদিন।’

তিনি আরও লিখেছেন, ‘স্বপ্নেও বাবাকে দেখতে পাই না/ এ যে কী কষ্ট, কী যে কষ্ট! যারা পিতৃহীন তারাই শুধু বোঝে, তারাই শুধু জানে। আমাদের ছোটবেলার বাঘের মতো গর্জন করা বাবাকে যখন শেষ দিকে শিশুর মতো করে আদর করতাম, বাবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাসতো/ সেই হাসিটাও এক বছর দেখি না।'

‘হাজার কথা লিখেও বোঝাতে পারবো না, বাবা ছাড়া এই একটা বছর, বুকের ভেতরের কষ্টের আগুনটা কেমন দাউ দাউ করে জ্বলছে। বাবা! বাবা! বাবা! তুমি যেখানেই থাকো, ভালো থাকো বাবা। বাবা—এই শব্দটাই শুধু রয়ে গেল/ তুমি চলে গেলে বহুদূর/ অনন্ত যাত্রায়।’

২০২২ সালের ২৭ ডিসেম্বর প্রয়াত হন চঞ্চল চৌধুরীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ চৌধুরী। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস