ঢাকা, বাংলাদেশ ০৫ মে, ২০২৪

শোবিজের আলোচিত সকল ঘটনা : ২০২৩

Publish : 03:33 AM, 24 December 2023.
শোবিজের আলোচিত সকল ঘটনা : ২০২৩
শোবিজের আলোচিত সকল ঘটনা : ২০২৩
বিনোদন ডেস্ক :

২০২৩ ফুরিয়ে যাচ্ছে। নানা ঘটনায় মুখরিত ছিল চলতি বছর। বিগত বছরের মতো ২০২৩ সালেও দেশের শোবিজ অঙ্গনেও ঘটেছে নানান ঘটনা। তার মধ্যে কোনো কোনো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয়েছে। তারকাদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের এসব ঘটনা নিয়ে সাজানো হয়েছে শোবিজের আলোচিত বিষয়গুলো।

শাকিব খান

চলতি বছরের ১৫ মার্চ হঠাৎ করেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্ল্যাহ। শাকিব খানের বিরুদ্ধে সিনেমাটির একজন নারী সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। এ অভিযোগপত্র জমা দেন চলচ্চিত্রের সংগঠনগুলোতে। সে সময় চারিদিকে যখন এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে, তখনই প্রযোজকের সঙ্গে এক টেবিলে মুখোমুখি বসেন শাকিব। এক ঘণ্টা ধরে চলে তাদের আলোচনা। তবে তাতেও বিষয়টি সুরাহা হয়নি। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায়। এখনো এর মামলা চলমান।

রাজ-পরীর বিচ্ছেদ

ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজ। এ কথা সবারই জানা। একটি সিনেমায় কাজ করতে গিয়ে তাদের চেনাজানা, প্রেম ও বিয়ে। এরপর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। সন্তানকে ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখের পড়ার মতো। সময়ের ব্যবধানে ব্যক্তিগত দ্বন্দ্বে একাধিবার তারা খবরের শিরোনাম হয়েছেন। শেষটা হলো বিচ্ছেদ দিয়ে। পরীমণি নিজেই ডিভোর্স লেটার পাঠান রাজকে, যা ছিল এ বছরের শোবিজের আলোচিত ঘটনার অন্যতম একটি।

 

তানিয়া-টুটুল

জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ভালোবাসার দীর্ঘ সংসার জীবন বেশ ভালোভাবেই চলছিল। তাদের সংসারে সন্তানও রয়েছে। তবে গত কয়েক বছর ধরেই দুজনে আলাদা থাকছিলেন। এই দম্পতি কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তানিয়া যদিও মাঝে মাঝে দেশে এসে কিছু সময় কাটাতেন, অভিনয়ও করতেন। টুটুল তার মতো গান নিয়ে ছিলেন। এই দম্পতিও বিচ্ছেদের খবরের শিরোনাম হন চলতি বছর। একটি সূত্র জানায়, তাদের বিচ্ছেদ হয়েছে আরও এক বছর আগেই। তবে খবরটি রটে এ বছরের অক্টোবর। জানা যায় তাদের ২৩ বছরের সংসারে ভাঙনের কথা।

অপু বিশ্বাস ও বুবলী

ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় ও ব্যস্ত নায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাকিব খানের বিপরীতে। দুজনে জুটি হয়ে একটার পর একটা সিনেমা করতে গিয়েই ভালোবাসার শুরু। এরপর গোপনে বিয়েও করেন। তারপর তাদের সন্তানও জন্ম নেয়। কিন্তু অপু বিশ্বাস সবকিছু প্রকাশ করে দেয়ার পর দুজনের পথটা যেন দুদিকে চলে যায়। একইভাবে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে শাকিব খানের নায়িকা হন সংবাদ পাঠিকা শবনম ইয়াসমিন বুবলী। এরপর শাকিব-বুবলী জুটি গড়ে ওঠে এবং দুজনে এক ডজনের মতো সিনেমায় অভিনয় করেন। একসময় গোপনে তারাও বিয়ে করেন এবং বুবলীও সন্তানের মা হন। বর্তমানে অপু বিশ্বাস বা বুবলী—কারও সঙ্গেই নেই শাকিব খান। তবে এই দুই নায়িকার মুখোমুখি দেখা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ঝগড়া যেন লেগেই থাকে। বছরের বিভিন্ন সময় তারা একে অপরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, সমালোচনা করেছেন। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় কম উঠেনি।

আরশ-চমক

শুটিং সেটের একটি ঘটনা নিয়ে গত আগস্টে আলোচনায় আসেন তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও অভিনেতা আরশ খান। শুরুতে অভিযোগ আনা হয়, চমক শুটিং সেটে নির্মাতা আদিব হাসান ও ইউনিটের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং শুটিং ফাসিয়ে ইউনিট ত্যাক করেন। এতে মোটা অঙ্কের লোকসান গুনতে হয় নির্মাতাকে। এরপর চমক পাল্টা অভিযোগ তুলেন সহ-অভিনেতা আরশ খানের বিরুদ্ধে। বিষয়টি নিয়েও কম জলঘোলা হয়নি। অভিনেতা-অভিনেত্রীর পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি টিভি নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো গুরুত্বের সাথে নিয়ে এ বিষয়ে সমাধানে আসে। তবে টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের সমাধান না মেনে চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

সুনেরাহ-রাজ-তিশা-পরী

চলতি বছর হঠাৎ করে শরিফুল রাজ, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে শুরু হয় নানারকম আলোচনা-সমালোচনা। এ নিয়ে তিন তারকার মধ্যে দেখা দেয় দূরত্বও। তিনজন তিনরকম মন্তব্য করেন। তিন বন্ধুর মধ্যকার ব্যক্তিগত ভিডিও কীভাবে প্রকাশ্যে এলো, তা নিয়ে রাজের ওপর ক্ষিপ্ত হন তানজিন তিশা। মদ্যপান অবস্থায় সুনেরাহ ও তিশার ভিডিও প্রকাশ্যে আসলে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরীর সঙ্গে রাজের বিচ্ছেদের আগে এসব নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়। রাজ আর পরীর বাকযুদ্ধ বিনোদনের রসদ জোগায়।

তানজিন তিশা

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে নানা সময়ে নানাজনের সঙ্গে প্রেম নিয়েও কম গুঞ্জন শোনা যায়নি তার ক্ষেত্রে। সর্বশেষ চলতি বছর ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রটে। এ নিয়ে চলে নানা আলোচনা-সমালোচনা। কিন্তু সব আলোচনাকে উড়িয়ে দিয়ে টপকে যান তিনি অন্য বিষয়ে। সাংবাদিককে ‘উড়িয়ে দেবেন’—তিশার এমন মন্তব্য পাওয়ার পর ঢাকার বিনোদন সাংবাদিকরা একত্রিত হয়ে মানববন্ধন করেন। সবশেষে তানজিন তিশা দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়ার পর ঘটনার সমাপ্তি ঘটে।

জায়েদ খান

সিনেমার কাজে আলোচনায় না আসলেও বিভিন্ন কথা ও ডিগবাজি দিয়ে বেশ আলোচনায় চিত্রনায়ক জায়েদ খান। ‘নারী জায়েদ খানে আটকায়’ এমন মন্তব্য করে বেশ আলোচনায় আসেন তিনি। এ কথার কারণে তাকে আইনি নোটিশও পেতে হয়েছিল। বিষয়টি ধামাচাপা পড়লে নতুন করে ডিগবাজি দিয়ে আলোচনায় আসেন। আমেরিকায় একটি অনুষ্ঠানে পারফরম্যান্স করতে গিয়ে ডিগবাজি দিয়েছিলেন জায়েদ খান। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকে জায়েদ খান আরও বেশ কিছু অনুষ্ঠানে পারফরম্যান্স করতে গিয়ে ডিগবাজি দিয়েছেন, যার জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিছুদিন আগে হেলিকপ্টারে করে ঢাকার বাইরে গিয়েও তিনি ডিগবাজি দেন। কেউ কেউ এখন তাকে ‘ডিগবাজি জায়েদ খান’ বলাও শুরু করেছে।

সেলিব্রেটি ক্রিকেট লিগ

প্রথমবারের মতো শোবিজের শিল্পীদের নিয়ে আয়োজিত হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ। তবে শুরুতেই সমালোচিত হয় এই ক্রিকেট লীগ। প্রথমবারের মতো শিল্পীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। যেখানে সেলিব্রেটিদের ক্রিকেট খেলাকে সবাই উপভোগ করেন, সেখানে মারামারির ঘটনাটি সবাইকে অবাক করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কাঁদা ছোড়াছুড়িও হয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু মারামারির কারণে সেলিব্রেটি ক্রিকেট লিগের ভাবমূর্তিটা আর আগের মতো থাকেনি। শেষ মুহূর্তে দ্বন্ধের কারণে এ খেলা বন্ধ হয়ে যায়।

বুবলী-তাপস-মুন্নী-অপু

গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর গোপন প্রেমের খবরে সরগরম ছিল অন্তর্জাল। তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, তাপস-বুবলীর গোপন প্রেমের কথা। বুবলীর কারণে তার সংসারে অশান্তি। এমন স্ট্যাটাস দেয়ার ১৪ মিনিট পর সেটি সরিয়ে নিয়ে পরের দিন মুন্নী আইডি হ্যাক হয়েছে দাবি করে আরেকটি স্ট্যাটাস দেন। এরপর বিষয়টি যখন সবাই ভুলতে বসে তখন অপু বিশ্বাসের সঙ্গে মুন্নীর একটি অডিও রেকর্ড অন্তর্জালে তুমুলভাবে ছড়িয়ে যায়। এ নিয়ে কম জলঘোলা হয়নি। বিষয়টি আবার ভুলতে শুরু করে সবাই। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেন তাপস-মুন্নী। ফের চর্চায় ঘটনাটি। সেখানে অপুকে দুষলেন মুন্নী। তার পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাস তুলে ধরেছেন তিনটি পয়েন্ট। বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৬ মিনিটে নিজের ফেসবুকে অপু বিশ্বাস প্রথম পয়েন্টে লিখেছেন, ‘মানুষ হয়ে খুব বিপদে আছি চারপাশে সব ফেরেশতা!’ দ্বিতীয় পয়েন্ট‘এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি’ আর তৃতীয় পয়েন্ট—‘স্ক্রিপ্ট অনেক দুর্বল।’ স্ট্যাটাসে অপু কারো নাম উল্লেখ না করলেও তাপস-মুন্নীকে ইঙ্গিত করেই এমন স্ট্যাটাস তা স্পষ্ট।

হুমায়রা হিমু

ছোট পর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আচমকা হিমুর মৃত্যু ঘিরে দেখা দেয় রহস্য। কেননা সুরতহালে অভিনেত্রীর গলায় রশির দাগ পাওয়া গেছে। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক হিমুকে মৃত ঘোষণা করেন। এরপরই তার সাথে থাকা প্রেমিক রাফি হিমুর ব্যক্তিগত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ আর রহমান

অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতির অভিযোগ উঠেছে। ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনা নিয়ে রাজাকৃষ্ণ মেনন ‘পিপ্পা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। এতে নজরুলের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে। এই গানটিকে নতুনভাবে আয়োজন করেছেন এ আর রহমান। আর তা শুনে ক্ষুব্ধ হয় নেটিজেন, কাজী পরিবার এবং সঙ্গীত সংশ্লিষ্টরা। এ আর রহমানের নতুন আঙ্গিকে কম্পোজ করা কাজী নজরুল ইসলামের বিখ্যাত গানটি সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বা ব্লক করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এবং সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ কাওসার এই নোটিশ পাঠান।

পপি

ঢালিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা দীর্ঘ প্রায় তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। চলতি বছরে সংসার জীবন নিয়ে বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন। সম্প্রতি সন্তান ও স্বামীর পরিচয় নিয়ে ফের চর্চায় তিনি। নিউজজির অনুসন্ধানে বেরিয়ে আসে পপি তার সন্তানের নাম রেখেছে আয়াত। স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। এ নিয়ে পপি নীরব থাকলেও বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন আদনান কামাল। জানিয়েছেন তার ভালো বন্ধু। পরিচয় দীর্ঘ দিনের।

সিমরান লুবাবা

এছাড়াও ‘কেন্দে দিয়েছি’ বলে ভাইরাল হয় শিশুশিল্পী সিমরান লুবাবা। ছোট পর্দার নবাগত অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এর পরই এই অভিনয়শিল্পী অভিযোগকারী রাশেদা আক্তার লাজুকের স্বামী নির্মাতা ও প্রযোজক সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেন। তবে দোদুল ও লাজুক জানান, জেবার অভিযোগ ভিত্তিহীন। তাছাড়া ঈদে সিনেমা মুক্তি ঘিরে শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি ও আফরান নিশো বিভিন্ন মন্তব্য করে চর্চায় ছিলেন।

ভিনদেশি সিনেমা

দীর্ঘদিন ঢালিউডের প্রেক্ষাগৃহে ভিনদেশি সিনেমা মুক্তি বন্ধ ছিল। দেশের প্রেক্ষাগৃহে যাতে ভিনদেশি সিনেমা মুক্তি না পায় তার জন্য ২০১৫ সালে কাফনের কাপড় পড়ে রাজপথে নেমেছিল দেশের তারকা শিল্পীরা। এরপর কেটে গেছে কয়েক বছর। কয়েকবার চেষ্টা করেও দেশের প্রেক্ষাগৃহে ভিনদেশি সিনেমা আমদানি করতে ব্যর্থ হয়। তবে একসময় যারা ভিনদেশি সিনেমার বিপক্ষে ছিলেন তাদের অনেকেই এখন মুক্তির পক্ষে। সব বাধা বিপত্তি কাটিয়ে চলতি বছরের ১২ মে দেশের প্রেক্ষাগৃহে ফের মুক্তি পায় বিদেশি সিনেমা, বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’ দিয়েই শুরু। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর ফের দেশের প্রেক্ষাগৃহে ভিনদেশি সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’ এবং ‘মানুষ’ নামের সিনেমাগুলো।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস