ঢাকা, ০৭ জুন, ২০২৩
Brand Logo

‘কোনো ম্যাজিক নেই, সবই আল্লাহর রহমত’

প্রকাশিত: 04:02 AM, 15 February 2023

‘কোনো ম্যাজিক নেই, সবই আল্লাহর রহমত’

প্রথমবারের মতো ফাইলালে খেলতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স।

ক্রীড়া ডেস্ক

ঢাকা : প্রথমবারের মতো ফাইলালে খেলতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। আর পঞ্চমবারের মতো বিপিএল ফাইনাল খেলতে যাচ্ছেন মাশরাফি। সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি আগে কখনও যা করতে পারেনি, এবার তা করে দেখাল সিলেট স্ট্রাইকার্স। দারুণ ছন্দে থাকা রংপুর রাইডার্সকে দ্বিতীয় এলিমিনেটরে হারিয়ে ফাইনালে উঠে গেছে মাশরাফীর দল। সিলেটের এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে নড়াইল এক্সপ্রেসের। 

সিলেটের জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। সেখানে তার কাছে অধিনায়কত্বের ম্যাজিক সম্পর্কে জানতে চাওয়া হলে তার মুখে হাসির সুর।  

এসময় তিনি বললেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত। ফাইনালে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল। এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না। আমি আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে।’

রংপুরের বিপক্ষে ম্যাচ জয়ের কৃতিত্বটা তরুণ পেসার তানজিম হাসানকে দিয়েছেন মাশরাফি। তরুণ এই পেসার গতকাল ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। 

মাশরাফি বলছিলেন, ‘আমরা জানতাম যে উডের একটা ওভার বাকি আছে। তাকিয়ে ছিলাম সাকিবের দিকে। সে ওই ওভারে যদি ৮ রানও দেয়, তাহলেও আমরা ম্যাচে থাকব। সে ওই সময় আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তরুণ ছেলে। প্রথম বিপিএল খেলছে। ওর ওই ওভারের জন্যই আমরা ম্যাচে ফিরতে পেরেছি।’

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ম্যাশ বলেন, ‘যদিও কুমিল্লা অনেক অনেক ভালো দল, এই টুর্নামেন্টের যে কোনো দল থেকে। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সঙ্গে আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব না। আমরা পুরো টুর্নামেন্টে যে স্বাভাবিক খেলা খেলে এসেছি, নিজেদের দিকে যদি মনোযোগ ঠিক রাখতে পারি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় যদি অবদান ঠিকমতো রাখতে পারি, তাহলে কেন নয়? তবে সুনির্দিষ্ট করে আমার ম্যাজিক বলে কিছু নেই। ভালো খেলছে ছেলেরা। আশা করি, আরেকটা ম্যাচ ভালো খেলবে।’

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us


সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || songbadsomoy.com

রাজধানীর নিউমার্কেটে অগ্নিকান্ড - দুর্ঘটনা, নাশকতা নাকি পরিকল্পিত অভিনয় শিল্পীদের আইনি সহায়তায় লিগ্যাল উইংস গঠন রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এলো মাহে রমজান 'আজ আমাদের ছুটি' নাটকে অভিনয় শিল্পী সংঘ অভিনয়শিল্পী সংঘ ও ইনসাফ বারাকাহ হাসপাতালের সমঝোতা স্বাক্ষর আগামী ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে অভিনয় শিল্পী সংঘের মিলনমেলা