টোকিও বিমানবন্দরে রানওয়েতে টেকেঅফের সময় এক বিমানে ভয়াবহ আগুন।যত কাণ্ড জাপানে। 7.6 মাত্রার ভয়াবহ ভূমিকম্প পরদিন টোকিও আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমানে আগুন ধরে গেল। টোকিওর হানিদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের Flight JL516-র এক বিমানের সঙ্গে ধাক্কা লাগে উপকূল রক্ষী বাহিনীর এক বিমানের। এরপরই বিমানটিতে আগুন লাগে। আগুন লেগে যাওয়া বিমানটিতে ৩৬৭ জন যাত্রী আছেন। উদ্ধারের কাজ শুরু হয়েছে।
টোকিও বিমানবন্দরের রানওয়েতে টেকঅফের সময় জাপান এয়ারলাইন্সের সেই বিমানের উইংয়ে আগুন ধরতে দেখা যায়। বিমানে আগুন ধরা অবস্থায় টেক অফ করতে দেখা যায়।টোকিও বিমানবন্দরে আগুন লাগা বিমানটিকে কোনরকমে টেক অফ করার আগে আটকানো হয়।
সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com