ঢাকা, বাংলাদেশ ২৮ এপ্রিল, ২০২৪

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Publish : 10:50 AM, 01 January 2024.
জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক :

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। সোমবার (১ জানুয়ারি) আঘাত আনা ভূমকম্পটির রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর দেশটির পশ্চিম উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সংবাদমাধ্যম দ্য জাপান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সতর্কবার্তা বলা হয়, পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এবং জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলেযাওয়ার আহ্বান জানিয়েছে।

কয়েকটি এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়ার ওয়াজিমা শহরের উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, পানির উচ্চতা এক মিটারের ওপর হতে পারে। এই পানির ধাক্কায় কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। অনেকের মৃত্যুও হতে পারে।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বাসিন্দাদের আবহাওয়া সতর্কতা মেনে চলার এবং ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেখানে সুনামির আঘাত আনার শঙ্কা রয়েছে, আমি অনুরোধ করছি সেখান থেকে যেন সবাই যতদ্রুত সম্ভব অন্যত্র চলে যায়।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস