ঢাকা, বাংলাদেশ ২৮ এপ্রিল, ২০২৪

একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত

Publish : 11:34 PM, 02 January 2024.
একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত
ছবিঃ সংগৃহীত
অনলাইন ডেস্ক :

ইসরায়েলের বোমা হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫৮ জন। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলের দিকে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ফলে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২১ হাজার ৫০৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫ হাজার ৯১৫ জন। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন এক হাজার ১৩৯ ইসরায়েলি।

তাছাড়া পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে অন্তত ১৪ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

‘গণহত্যার অপরাধে’ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার প্রায় তিন মাস পর এই মামলা করা হলো।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ২১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। তাছাড়া ধ্বংস হয়ে গেছে সব বাড়িঘর। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি।

আদালতের কাছে এক আবেদনে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছে। কারণ সেখানে একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ কাজ করার দায়ে নারীসহ একটি ‘অপরাধচক্রের’ চার ব্যক্তিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস