ঢাকা, বাংলাদেশ ২৯ এপ্রিল, ২০২৪

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

Publish : 06:04 AM, 29 December 2023.
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
আন্তর্জাতিক ডেস্ক :

জাপানে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। প্রতীকী ছবি - ইন্ডিয়া টুডে 

জাপানের কুরিল দ্বীপপুঞ্জে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। তবে এখনও সেখানে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দেশটিতে ভূমিকম্প নিয়ে কাজ করা সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। তারপর, দুপুর ৩টা ৭ মিনিটে আবারও কেঁপে ওঠে মাটি। ওই অঞ্চলের মাটির ১০কি.মি. গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, পরপর দু’টি তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। প্রথমে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান উপকূল সংলগ্ন অঞ্চল। ৬.৩ মাত্রার পর ফের ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে ওই একই অঞ্চল। 

জাপানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, জাপানের কুরিল দ্বীপপুঞ্জে ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দু’টি ভূমিকম্প একই অঞ্চলের আশেপাশে ২৩.৮ কিলোমিটার এবং ৪০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

২০২৩ সালে বছরজুড়েই ভূ-কম্পন অনুভূত হয়েছে জাপানে। চলতি বছরের ডিসেম্বর মাসের শুরুতেও সেখানে ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৫।  ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিও, যা দেশটির উত্তর-পূর্বে অবস্থিত।

তবে সেই ভূমিকম্পের কারণে কোনো প্রাণহানি ঘটেনি। পরপর এমন ভূমিকম্পে প্রমাদ গুনছেন জাপানের নাগরিকরা। কারণ, ২০১১ সালের মার্চ মাসে ১২ বছর আগে, ভূমিকম্পের জেরেই বিপর্যয় নেমে আসে জাপানে।  

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস