ঢাকা, বাংলাদেশ ২৩ এপ্রিল, ২০২৪

শ্রীলংকা বাংলাদেশ বালক দলের জয়ের ধারা অব্যাহত

Publish : 08:12 AM, 14 February 2023.
শ্রীলংকা বাংলাদেশ বালক দলের জয়ের ধারা অব্যাহত
২০২৩ আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতা
স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের শ্রীলংকান টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় কলম্বোতে অনুষ্ঠেয় ‘২০২৩ আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতা’ এর দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশের বালক দল ২-১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়াকে পরাজিত করে এবং বালিকা দল ০-৩ ম্যাচে মালয়েশিয়ার নিকট পরাজিত হয়

প্রতিযোগিতার বালক এককের খেলায় প্রথম ম্যাচে বাংলাদেশের জাওয়াদ মোহাম্মদ ভূঞা ৬-০, ৬-২ গেমে প্রতিপক্ষ প্যাসিফিক ওশানিয়ার লি থাম তনিওকে এবং দ্বিতীয় এককে বাংলাদেশের মো: তানভির মুন তুষার ৬-২, ৬-০ গেমে প্যাসিফিক ওশানিয়ার লা হুম লামকে পরাজিত করে। ফলে দুটি এককে জয় লাভ করে বাংলাদেশ দ্বৈতের খেলা বাকী থাকতেই ২-০ ম্যাচে জয় লাভ করে। দ্বৈতের খেলায় বাংলাদেশের আরহাম - জাওয়াদ জুটি প্রতিপক্ষ প্যাসিফিক ওশানিয়ার লা হুম - কেনেডী জুটির নিকট ৬-২, ৬-৭, ৮-১০ গেমে পরাজিত হয়েও বাংলাদেশ দল ২-১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়াকে পরাজিত করে। অপরদিকে বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সুমাইয়া আক্তার ৩-৬, ৩-৬ গেমে মালয়েশিয়ার আদানি রায়হান এর নিকট, হুমায়রা হায়দার জারা ২-৬, ১-৬ গেমে দানিয়া দানিলার নিকট এবং দ্বৈতের খেলায় জারা তায়েবা জুটি ৬-৪, ৩-৬ গেমে লিম ও আদানির নিকট পরাজিত হয়। ফলে বাংলাদেশ বালিকা দল ০-৩ ম্যাচে মালয়েশিয়ার নিকট পরাজিত হয়। আজকের দিনের অন্যান্য খেলায় বালক বিভাগে তুর্কমেনিস্তান, লেবানন, নেপাল, মালয়েশিয়া ও সৌদি আরব জয় লাভ করে। অপরদিকে বালিকা বিভাগে কাজাখস্তান, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর জয় লাভ করে। আগামীকাল বাংলাদেশ বালক দল কিরঘিজস্তানের বিরুদ্ধে এবং বালিকা দল প্যাসিফিক ওশানিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস