ঢাকা, বাংলাদেশ ২৯ এপ্রিল, ২০২৪

প্রথম পাকিস্তানি হিসেবে ইতিহাস আমের জামালের

Publish : 11:22 AM, 05 January 2024.
প্রথম পাকিস্তানি হিসেবে ইতিহাস আমের জামালের
প্রথম পাকিস্তানি হিসেবে ইতিহাস আমের জামালের
স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের ক্রিকেটার আমের জামাল যেন জীবনের সুন্দরতম অনুভূতির পরশটা পাচ্ছেন এখন। একসময় যেই অস্ট্রেলিয়ার মাটিতে সাতসকালে ট্যাক্সি চালাতে বের হতেন জামাল, সেই জামালই এবার পাকিস্তানের ক্রিকেটার হিসেবে রেকর্ডবইয়ে নিজের নাম লেখালেন, সেই অস্ট্রেলিয়ার মাটিতেই, ভাবা যায়! জীবনের দুঃখ, কষ্ট আর চরম বাস্তবতার অনুভূতিকে খুব কাছ থেকে দেখা জামাল বিপুল পরিমাণ ত্যাগ আর দুর্গম পথ পাড়ি দিয়ে আসতে পেরেছেন এত দূর।

দুই দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি পাকিস্তান। নেতৃত্বে বদল এনেও চলতি সফরে ভাগ্যটা বদলায়নি শান মাসুদের দলের। তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে হেরে গেছে তারা। তবে তৃতীয় টেস্টে পাকিস্তানকে আশা দেখাচ্ছেন তরুণ অলরাউন্ডার আমের জামাল। ব্যাট হাতে দলের বিপদে ক্যারিয়ার সেরা ৮২ রানের ইনিংস খেলার পর বল হাতে ৬ উইকেট নিয়ে পাকিস্তানকে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে চলতি সিরিজেই টেস্ট অভিষেক। ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেই বাজিমাত। পার্থে ক্ষুরধার বোলিংয়ে প্রথম ইনিংসে ১১১ রানে ৬ উইকেট নিয়ে ফিরিয়ে এনেছিলেন ৫৯ বছর আগের স্মৃতি। তার আগে টেস্ট অভিষেকে অস্ট্রেলিয়ায় ৫ উইকেট নেওয়ার কীর্তি ছিল পাকিস্তানের আর কেবল একজনের। এ ছাড়া সব দেশ মিলিয়ে সফরকারী বোলার হিসেবে অভিষেকে অস্ট্রেলিয়ায় ৬ উইকেট নেওয়ার কীর্তি আছে আর কেবল একজন বোলারের।

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটসহ এখন পর্যন্ত চলতি সিরিজে ১৮ উইকেট শিকার করেছেন আমের জামাল। পাকিস্তানের টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিন ম্যাচ বা তার কমের অভিষেক সিরিজে ১৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন জামাল।

অস্ট্রেলিয়ান গ্রীষ্মে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। পার্থ-মেলবোর্ন দুই টেস্টেই ব্যাটিং ইনিংসে বিপর্যয় দেখেছে পাকিস্তানের ব্যাটিং ইউনিট। মেলবোর্নে জেতার সুযোগটাই তারা হারিয়েছে ব্যাটারদের ধারাবাহিকতার অভাবে। তবে সিডনিতে এসে আক্ষেপের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেন আমের জামাল।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস