ঢাকা, বাংলাদেশ ২০ এপ্রিল, ২০২৪

ওয়াহাবের এক ওভারে ছয় ছক্কা ইফতিখারের

Publish : 07:56 AM, 05 February 2023.
ওয়াহাবের এক ওভারে ছয় ছক্কা ইফতিখারের
ওয়াহাব রিয়াজের এক ওভারে ছয় ছক্কা মেরেছেন ইফতিখার আহমেদ
ক্রীড়া ডেস্ক: :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইফতিখার আহমেদ ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। ফরচুন বরিশালের হয়ে দারুণ সময় কাটিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশে ফিরেছেন তিনি। সেখানেও অবিশ্বাস্য ব্যাটিং দেখালেন এক ওভারে ছয় ছক্কা মেরে। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে নিজের সামর্থ্য দেখান। প্রদর্শনী ম্যাচে পেশাওয়ার জালমির বিপক্ষে ওয়াহাব রিয়াজের এক ওভারে ছয়টি ছয় মারেন ইফতিখার। কোয়েটার ইনিংসের শেষ ওভারে তিনি এই ঝড় তোলেন।পেশাওয়ার অধিনায়ক বাবর আজম টস জিতে ফিল্ডিং নেন। ওয়াহাব তার দ্বিতীয় ওভারে আহসান আলী ও উমর আকমলকে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন। কিন্তু ইফতিখার শেষ ওভারে চড়াও হন। ৫০ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ইফতিখার। বাকি রান করেন আর ৮ বল খেলে। তার ব্যাটে ভর করে ১৮৪ রান তোলে কোয়েটা। ওয়াহাবের শেষ ওভারে প্রথম ছক্কা মারেন স্কয়ার লেগ দিয়ে। পরেরটি সোজা শট খেলে। তৃতীয় ছক্কা মারেন বোলারের মাথার উপর দিয়ে। চতুর্থ বলটি অ্যারাউন্ড দ্য উইকেটে করেন ওয়াহাব। তারপরও থামাতে পারেননি ইফতিখারকে। কভার বাউন্ডারি দিয়ে বল ওড়ান। থার্ড ম্যান দিয়ে শেষ দুটি ছয় মারেন তিনি। বিপিএলে তিন হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিতে ৩৪৭ রান করেছিলেন ইফতিখার, স্ট্রাইক রেট ছিল ১৬১.৩৯। প্রদর্শনী ম্যাচেও একই রূপে ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। নিঃসন্দেহে বোলাররা শঙ্কিত। আগামী ১৩ ফেব্রুয়ারি মুলতান সুলতান্স ও লাহোর কালান্দার্সের ম্যাচ দেয় পর্দা উঠছে পিএসএলের।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস