ঢাকা, বাংলাদেশ ০৫ মে, ২০২৪

শেষ ম্যাচের আগেই ওয়ার্নারের বড় দুর্ঘটনা

Publish : 09:11 AM, 02 January 2024.
শেষ ম্যাচের আগেই ওয়ার্নারের বড় দুর্ঘটনা
শেষ ম্যাচের আগেই ওয়ার্নারের বড় দুর্ঘটনা
স্বাস্থ্য ডেস্ক :

বিদায়ী টেস্ট (৩-৭ জানুয়ারি) খেলতে নামার আগে বড় ঘোষণা করলেন ডেভিড ওর্য়ানার। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত ক্রিকেট মহলকে কিছুটা হলেও বিস্মিত করেছে। কারণ, সকলেই তাঁর টেস্ট বিদায় নিয়ে ব্যস্ত ছিলেন। সেই মঞ্চে ওয়ান ডে ফরম্যাট থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত যে এত সহজে তিনি নিয়ে ফেলবেন, তা ছিল অচিন্ত্যনীয়। তবে ৩৭ বছর বয়সি বাঁ হাতি ওপেনার অবসর ভেঙে ফেরার পথও খোলা রেখেছেন। তিনি জানিয়েছেন, ‘২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি দলের প্রয়োজন পড়ে তাহলে ফের একদিনের ক্রিকেটে খেলতে পারি।’ 

কিছুদিন ধরেই খবরের শিরোনামে ওয়ার্নার। আকুতি মিনতি করে বিদায়ী টেস্ট সিরিজ খেলার সুযোগ হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে কম ভর্ৎসনা করেননি এক সময়ের সতীর্থরা। সে সব কথায় কান না দিয়ে বাঁ হাতি ওপেনার পাকিস্তানের বিরুদ্ধে পারথ টেস্টের প্রথম ইনিংসেই হাঁকিয়েছিলেন দুর্দান্ত সেঞ্চুরি (১৬৪)। সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন। সিডনি তাঁর হোমগ্রাউন্ড। সেখানেই তাঁর ১২ বছরের টেস্ট কেরিয়ারের যবনিকা পড়বে। 

ক্রিকেট জীবনে বহু সাফ্যলের অধিকারী ওয়ার্নার। তবে বিতর্কেও জড়িয়েছেন বার বার। ২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল বিকৃতিকাণ্ড তাঁর জীবনের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। দোষী সাব্যস্ত হয়ে নির্বাসিত হয়েছিলেন। আজীবনের জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছিল। তা নিয়ে আপশোস রয়েছে? ওয়ার্নারের জবাব, ‘আমার মনে হয়, ব্যাপারটা অন্যভাবে সামলানো যেত। তবে তৎকালীন সিইও নিক হোকলে বোর্ডের সম্মানরক্ষার্থেই কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তা নিয়ে কোনও আক্ষেপ নেই। সব কিছু মেনে নিয়ে ফের সামনে এগিয়েছি। আসলে খেলোয়াড়দের জীবনে এই সব ওঠা-পড়া লেগেই থাকে। থামলে চলবে না। পড়ে গেলে উঠে দাঁড়িয়ে দৌড়তে হবে। এই মন্ত্র সামনে রেখেই লড়ে যাচ্ছি।’

গত বছর আমেদাবাদে ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। তার পরেই একদিনের ক্রিকেটকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে জানান ওয়ার্নার। তাঁর কথায়, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়ে ওয়ান ডে ফরম্যাটকে অবসর জানানোর সুযোগ ক’জনই বা পায়! ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলছি। আর তা স্মরণীয় করে রাখার আপ্রাণ চেষ্টা করব।’

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস