ঢাকা, বাংলাদেশ ০৫ মে, ২০২৪

এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে

Publish : 03:25 AM, 01 January 2024.
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
ক্রীড়া প্রতিবেদক :

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সিনিয়র ক্রিকেটার হিসেবে একমাত্র মুশফিকুর রহিম ছিলেন দলে। ওয়ানডে সিরিজ শেষে তিনিও ফিরে আসেন দেশে। লিটন দাসও প্রথম টি-টোয়েন্টির পর ছিটকে যান।

বলা যায় এবার নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলটা তুলনামূলক তরুণই। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব নিউজিল্যান্ডে প্রথমবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় এনে দিয়েছে বাংলাদেশকে।

আজ রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতলে প্রথমবার সিরিজ জিততে পারত বাংলাদেশ। সেই সুযোগও এসেছিল টাইগারদের সামনে। যদিও ম্যাচের শেষ মুহূর্তে ভারী বর্ষণ শুরু হলে আশা জাগিয়েও বৃষ্টি আইনে ১৭ রানে হেরে যায় শেষ টি-টোয়েন্টিতে।

কিউইদের বিপক্ষে সিরিজ জেতা না হলেও দলের পারফরম্যান্সে খুশি কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। হারের পর সংবাদ সম্মেলনে টাইগার কোচ বলেন, 'সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে এখানে কী করেছি। আর আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর।'

হাথুরু উচ্ছ্বসিত তরুণদের পারফরম্যান্স নিয়ে, 'আমার মনে হয় ক্রিকেটারদের মানসিকতা, এই তরুণ দলটার কোনও ভয় নেই। তারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে, শান্তর নেতৃত্ব অসাধারণ ছিল। সে টেকটিক্যালি দারুণ ছিল। ক্রিকেটারদের সঙ্গে বার্তায় সে খুব পরিষ্কার ছিল। তাদের কাছে কী চায়, স্পষ্ট করে বলেছে।'

নাজমুল হোসেন শান্ত'র অধিনায়কত্ব মন কেড়েছে হাথুরুসিংহের। তিনি মনে করেন বোর্ড নাজমুলের অধিনায়কত্ব নিয়ে গুরুত্ব দিয়ে ভাববে।

'আমার মনে হয় তারা (বোর্ড) বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে তাকে গুরুত্ব সহকারে নেওয়ার।'

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস