ঢাকা, বাংলাদেশ ০৫ মে, ২০২৪

সিরিজ জিতে ফিরতে চান টাইগাররা

Publish : 11:13 PM, 30 December 2023.
সিরিজ জিতে ফিরতে চান টাইগাররা
সিরিজ জিতে ফিরতে চান টাইগাররা
স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি সফরকারী বাংলাদেশ দলের সামনে। এই সিরিজের প্রথম ম্যাচে নেপিয়ারে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ উইকেটে জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে গতকাল মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে মাঠে নামে টাইগাররা।
তবে এই ম্যাচে তৃতীয় পক্ষ হিসেবে বৃষ্টির বাধায় খেলা শেষ হয় কোনো ফলাফল ছাড়াই, অর্থাত্ পরিত্যাক্ত ঘোষণা করা হয়। যদিও টাইগারদের এই ঐতিহাসিক সিরিজ জয়ের মুহূর্তের সাক্ষী হতে এদিন স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল অনেক দর্শক আর টাইগার ক্রিকেটারদের মাথায়ও ছিল এ ম্যাচে জয় তুলে নিয়েই সিরিজ নিশ্চিত করার কথা। এমনটি শুক্রবার জানিয়েছেন দলের এক মাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন।

বৃষ্টিতে খেলা পরিত্যাক্ত হওয়ার পর গতকাল দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন রিশাদ। সেখানেই নিজেদের সেরার থেকে সেরা পারফর্মম্যানস দিয়ে সিরিজ জিতে বাড়ি ফিরতে চাওয়ার পরিকল্পনা জানান তিনি। বলেন, ‘আমাদের সবার মাথায় এটা ছিল যে, সবাই যদি ১০০ দেয় আমরা ১১০ দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি যে, এই সিরিজটা বাড়ি নিয়ে যাওয়ার।

পুরো বছরটাই টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছিল টাইগাররা। বছরের প্রথম টি-টোয়েন্টি সিরিজেই ঘরের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে সিরিজ হারিয়ে কীর্তি গড়ে এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতার পর আফগানিস্তানের বিপক্ষে ফের ধবল ধোলাই করার স্বাদ নেয়। এবার বছরের শেষেও নতুন ইতিহাস ঘরে সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ। এই অনুভূতি প্রকাশ করে রিশাদ বলেন, ‘অবশ্যই অনেক ভালো লাগছে, এত বড় একটা সুযোগ পেয়েছি। চেষ্টা করব কাজে লাগনোর।’

এর আগে আরেক প্রশ্নে রিশাদের কাছে বৃষ্টিতে খেলা না হওয়ার দল হতাশ কি না জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘কোনো কিছুরই আফসোস না করা ভালো, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজ জিতে বাসায় ফেরার জন্য।’ এ সময় বৃষ্টিতে কারো কিছু করার নেই জানিয়ে বলেন, ‘আমরা শুরুতে যখন নেমেছিলাম, জয়ের জন্যই নেমেছিলাম। বৃষ্টি আল্লাহর ওপর, এটাতে আমাদের কিছু করার নেই। আমরা চেষ্টা করেছি, বাকি সব তো আপনারা দেখেছেনই।’

এদিকে এদিন প্রথম ইনিংসের মাত্র ১১ ওভারের খেলা হয়। এরপরই শুরু হয় বৃষ্টি তাই আর খেলা শুরু হয়নি। তবে এই সময়ের মধ্যেই আফিফ হোসেন ও তানজিম সাকিব মোস্তাফিজুর রহমানের করা দশমতম ওভারে দুটি ক্যাচ ছেড়েছেন। হয়তো খেলা না থামলে এই মিসের জন্য টাইগারদের বড় চ্যালেঞ্জের মুখোমুখির সামনে দাঁড় করাতে পারত। এ বিষয়ে ড্রেসিংরুমে কোনো আলোচনা হয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে রিশাদ বলেন, ‘এই সিরিজে আমরা কোনো কিছু নেগেটিভভাবে দেখছি না, সব কিছু পজেটিভভাবে নিচ্ছি। তো এই ক্যাচ মিস হতেই পারে, বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছি। পরের ম্যাচে আরো ভালো কিছু হবে।

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস