ঢাকা, বাংলাদেশ ০৫ মে, ২০২৪

বাংলাদেশ এভাবে খেললে বিদেশে না জেতার কারণ দেখি না: নিশাম

Publish : 04:25 AM, 30 December 2023.
বাংলাদেশ এভাবে খেললে বিদেশে না জেতার কারণ দেখি না: নিশাম
নিশাম
স্পোর্টস ডেস্ক :

 নিউজিল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডের মতো প্রথমবারের মতো কিউইদের তাদেরই মাটিতে টি-টোয়েন্টিতেও হারাল টাইগাররা।

জিমি নিশাম একাই করলেন ৪৮, তারপরও ১৩৪ রানের বেশি তুলতে পারলো না নিউজিল্যান্ড। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের বোলাররা কতটা কোণঠাসা করে রেখেছিলেন কিউইদের।

এই হারে নিজেদের ব্যর্থতা স্বীকার করে কিউই ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক জিমি নিশাম বলেন, ‘আমাদের উইকেট পড়ার সময়টা ভালো ছিল না। বিশেষ করে যখনই মোমেন্টাম পাচ্ছিলাম, তখনই উইকেট গেছে। আমি নিজেও অসময়ে আউট হয়েছি। এই ফল হজম করাটা কঠিনই।’

তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুল করেননি নিশাম। তিনি বলেন, ‘বাংলাদেশকে সম্পূর্ণ কৃতিত্ব দিতেই হবে। তারা ম্যাচের শুরু থেকেই খুবই প্যাশনেট ছিল। কিছু মোমেন্টামও পেয়েছে। আমাদের জন্য এটা আরেকটা দিন, যখন আরও ১৫-২০ রান বেশি করতে পারলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত। তবে তারা ভালো খেলেছে। জয়টা তাদের প্রাপ্য।’

নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও হার। নিউজিল্যান্ডের ব্যাটিং মুখ থুবড়ে পড়েছে দুই ম্যাচেই। কারণটা কী?

নিশাম বলেন, ‘প্রথমত, এখানে কন্ডিশনের বিষয়টি বিবেচনায় নিতে হবে। আপনারা দেখেছেন, বল বেশ ভালো রকম ঘুরেছে। বিশেষ করে আজকের প্রথম ৬ ওভারে এবং ওয়ানডের প্রথম ১০ ওভারে। যেটা সাধারণত নিউজিল্যান্ডে দেখা যায় না। এটা নিয়ে আমাদের কথা বলা দরকার।’

পরের অংশে এসে ফের বাংলাদেশের প্রশংসা করলেন কিউই অলরাউন্ডার। তিনি যোগ করেন, ‘আর দ্বিতীয় কথা হচ্ছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এমন ভালো মানের কিছু পেসার পেয়েছে, যাদের নিয়ে তারা ভরসা করতে পারে। ওরা যদি এভাবে উন্নতি করতে থাকে, ভবিষ্যতে বিদেশের মাটিতে না জেতার কোনো কারণ দেখি না।’

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস