ঢাকা, বাংলাদেশ ০৫ মে, ২০২৪

এলগারের সেঞ্চুরিতে বড় স্কোরের দিকে প্রোটিয়ারা

Publish : 11:40 AM, 29 December 2023.
এলগারের সেঞ্চুরিতে বড়  স্কোরের দিকে প্রোটিয়ারা
এলগারের সেঞ্চুরিতে বড় স্কোরের দিকে প্রোটিয়ারা
স্পোর্টস ডেস্ক :

সেঞ্চুরিয়নে পিচ দেখেই অনুমান করা হয়েছিল, ভারতকে রীতিমত সংগ্রাম করতে হতে পারে বক্সিং ডে টেস্টে। প্রথম দিনেই বোঝা গেল এর সত্যতা। কাগিসো রাবাদা একাই প্রায় তছনছ করেছেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে। সঙ্গে ছিলেন অভিষিক্ত নান্দ্রে বার্গার। তবে লোকেশ রাহুল ছিলেন বলেই কিছুটা হলেও আশা ছিল তাদের। 

তবে দ্বিতীয় দিনে ডিন এলগারের দুর্দান্ত এক সেঞ্চুরির সঙ্গে আরেক অভিষিক্ত ডেভিড বেডিংহ্যামের ফিফটিতে রীতিমত দাপুটে মেজাজে আছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের শেষে ১১ রানের লিডও পেয়েছে প্রোটিয়ারা। হাতে এখনো আছে ৫ উইকেট। ক্রিজে ১৪০ রান করে অপরাজিত আছেন এলগার। 

আগের দিনের ৮ উইকেটে ২০৮ রান নিয়ে খেলতে নেমেছিল ভারত। দ্বিতীয় দিনে আরও কিছু রান যোগ হয়েছে। স্কোর গিয়েছে ২৪৫ পর্যন্ত। প্রাপ্তি কেবল কেএল রাহুলের শতক। দলের বিপর্যয়ের মুখে একাই লড়ে গিয়েছেন এই ব্যাটার। তার ১০১ রানটাই মান বাঁচিয়েছে ভারতের। 

ব্যাট করতে নেমে শুরুটা অতটাও ভাল হয়নি প্রোটিয়াদের। ৫ রান করেই মার্করাম নিয়েছেন বিদায়। দলের স্কোর ১১। টনি ডি জরজি কে নিয়ে এরপর ইনিংসটা ধরে রেখেছেন অভিজ্ঞ এলগার। জরজি ফেরেন দলীয় ১০৪ রানে। বুমরাহর বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ২৮ রান। 

কিগান পিটারসন দ্রুত ফিরে গেলে বেডিংহ্যামকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন এলগার। বেডিংহ্যাম পান ক্যারিয়ারের প্রথম অর্ধশতক আর ডিন এলগারের ব্যাটে আসে ১৪-তম সেঞ্চুরি। শেষবিকেলে বেডিংহ্যাম আর কাইল ভেরেইনে দ্রুত ফিরে গেলেও লিড পেতে সমস্যা হয়নি তাদের। আজ টেস্টের তৃতীয় দিন। 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস