ঢাকা, বাংলাদেশ ০৫ মে, ২০২৪

এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দেবে: শান্ত

Publish : 04:34 PM, 23 December 2023.
এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দেবে: শান্ত
শান্ত
স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ১৮ ওয়ানডে হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। আজ নেপিয়ারে স্বাগতিকদের বিপক্ষে অভাবনীয় বোলিং পারফরম্যান্সের পর টাইগাররা জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। কিউইদের ৯৮ রানে গুটিয়ে দেয়ার পর ৯ উইকেট ও ২০৯ বল হাতে রেখে দেশটিতে অধরা জয়ের খোঁজ পায় বাংলাদেশ।

টানা দুই জয়ে সিরিজ আগেই নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচের জয়টি বাংলাদেশের জন্য সান্ত্বনার। আবার আসন্ন টি২০ সিরিজের আগে এই জয়টি নাজমুল হোসেন শান্তদের আত্মবিশ্বাসও জোগাবে। জয় শেষে সাক্ষাৎকারে সেটিই মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ দলনায়ক।

হার না মানা ৫১ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নোঙর করানো গর্বিত অধিনায়ক শান্ত জয় শেষে, ‘এমন একটি ম্যাচ খেলার জন্য ছেলেদের ধন্যবাদ দিতে চাই। সিরিজ শুরুর আগে মনে হচ্ছিল, আমরা সিরিজও জিততে পারি। প্রথম দুটি ম্যাচ তো জিততে পারিনি। যাই হোক, আজ জিততে পেরে খুশি। কৃতজ্ঞতা। বোলাররা অনেক কিছু শিখেছে। তারা খুব ভালো জায়গায় বোলিং করেছে, উইকেটের চিন্তা করে বল করেনি। বোলাররা আজ যেভাবে খেলেছে তাতে আমি আনন্দিত।’

নিজের ব্যাটিং নিয়ে বাংলাদেশ দলনায়ক বলেন, ‘আমি বোলারদের মেরে খেলতে চাইনি, ঠিক নিজের খেলাটা কিংবা নিজের প্রক্রিয়ায় এগোতে চেয়েছি।’

২৭ ডিসেম্বর থেকে টি২০ সিরিজ। তৃতীয় ওয়ানডেতে জয় টি২০ সিরিজে কতটা সাহায্য করবে? এ নিয়ে শান্ত বলেন, ‘এই জয়টি আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দেবে। যদিও টি২০ ভিন্ন এক ফরম্যাট। আমরা টি২০ সিরিজের জন্য পরিকল্পনা করব।’

আপাতত নেপিয়ার শহর ঘুরে দেখবেন ক্রিকেটাররা। তবে এর মাঝেও শান্তদের মাথায় ঘুরপাক খাবে টি২০ সিরিজ

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস