ঢাকা, বাংলাদেশ ২৪ এপ্রিল, ২০২৪

ফেনীতে উভয় লিঙ্গের এক শিশুর জন্ম

Publish : 07:22 AM, 17 February 2023.
ফেনীতে উভয় লিঙ্গের এক শিশুর জন্ম
ফেনী জেনারেল হাসপাতালে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের এক শিশু জন্ম
সংবাদদাতা, ফেনী :

ফেনী: ফেনীতে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের এক শিশু জন্মগ্রহণ করেছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হসপিটালের লেবার ওয়ার্ডে এই শিশুটি জন্মগ্রহণ করেন। এই শিশুর জন্ম দেন ছাগলনাইয়া উপজেলার মটুয়া এলাকার এক নারী।পরিবার সূত্রে জানা গেছে, শিশুর মা তাসলিমা আক্তার এর প্রসব ব্যথা উঠলে তার শশু- শাশুড়ি সকাল ৭টার দিকে ফেনী সদর হসপিটালে নিয়ে আসেন। এ সময় প্রসব ব্যথা তীব্র হলে হসপিটালের নার্সেরা তাসলিমার স্বাভাবিকভাবে ডেলিভারি করান। ডেলিভারির পরবর্তীতে দেখেন শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের। খবরটি হাসপাতালে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন শিশুটিকে দেখতে ভিড় জমায়।ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান, প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক নারী হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেয়া হয়। ৮টা ১৫মিনিটে সন্তান ভূমিষ্ট হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়।উভয় লিঙ্গের শিশুর জন্মের পর দায়িত্বরত সকলের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটি আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা বলে জানান তিনি।মেডিকেল এসিস্ট্যান্ট সরোয়ার হোসেন জানান, শিশুটি পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের অর্গান নিয়ে জন্ম গ্রহণ করেছে ৷ বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন ৷ উভয় লিঙ্গের শিশুটির জটিল সার্জারীর প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হতে পারে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস