ঢাকা, ০৭ জুন, ২০২৩
Brand Logo

টুর্নামেন্ট সেরা হয়ে শান্তর জবাব

প্রকাশিত: 04:49 AM, 17 February 2023

টুর্নামেন্ট সেরা হয়ে শান্তর জবাব

বাংলাদেশ ক্রিকেটের বেশ পরিচিত এক মুখ নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া ডেস্ক

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের বেশ পরিচিত এক মুখ নাজমুল হোসেন শান্ত। প্রবল সম্ভাবনাময় একজন খেলোয়াড়। তবুও তিনি জাতীয় দলে আলো ছড়াতে পারেন না। 

বারংবার ব্যর্থ হন তিনি। তবুও দলের নির্বাচক থেকে শুরু করে, দেশি-বিদেশি কোচদের ভীষণ পছন্দের শান্ত। এর পেছনে অধিকাংশ সময়ই যুক্তি দাঁড় করানো হয়েছে তার দারুণ ব্যাটিং দক্ষতার। তবে জাতীয় দলের জার্সি গায়ে সেই দক্ষতা যেন অমাবশ্যার চাঁদ।

তাইতো দর্শক সমর্থকদের রাজ্যের অভিযোগ তাকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও ট্রলের বন্যা বয়ে যায়। সে সবকিছুর জবাব দিতেই তিনি বেছে নেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরকে। 

পুরো টূর্নামেন্ট জুড়েই ছিলেন তিনি দলের অন্যতম আস্থাভাজন। সিলেট স্ট্রাইকার্স দলটা দেশি খেলোয়াড় নির্ভর। আর সে নির্ভরতা অর্জনের পেছনে এবার শান্তর অবদান ভুলে যাওয়ার নয়। তিনি রান পেয়েছেন, তিনি নিয়ম করে দলের জন্যে রান করে গেছেন।

তেমনই আরও এক রানের দিন দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে। এদিন শুরু থেকেই সাবলীল ছিলেন শান্ত। তিনি কর্তৃত্ব নিয়ে খেলেছেন বাইশ গজে। তিনি একজন নির্ভীক নাবিকের মত করে সামনে থেকে পরিচালনা করেছিলেন সিলেটের ব্যাটিং ইনিংস। ‘৩০ বলে ৪০ রান’ এই অংকগুলো শান্তর ইনিংসটি ঠিকঠাক বর্ণনা করতে পারবে না। 

প্রায়শই তার ব্যপারে কোচদের মত, সে নাকি নেট অনুশীলনে দারুণ করে। এমনকি বয়সভিত্তিক পর্যায় থেকেই শান্তর প্রতিভা আর দক্ষতার সুনাম ছিল। সে সবকিছুর প্রতিফলনই যেন তিনি ঘটান এই ম্যাচে।

দারুণ সব ক্রিকেটীয় শটে তিনি আপন গতিতে ব্যক্তিগত ইনিংসের পাশাপাশি দলের সংগ্রহও বড় করতে থাকেন। অপরপ্রান্ত থেকে ইনফর্ম তৌহিদ হৃদয় উপভোগ করলেন শান্তর দৃষ্টিনন্দন ব্যাটিং। কৌশলগত দিক থেকে এদিন শান্ত প্রমাণ করলেন তাকে জাতীয় দলে বহুবার সুযোগ দেওয়া মোটেও ভুল কিছু না।

এদিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন। এবারের বিপিএলেও শান্ত দেখালেন ব্যাটের ঝলক। সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি এই ব্যাটার রীতিমত রানের ফোয়ারা ছুটিয়েছেন বিপিএলের নবম আসরে।

১৫ ম্যাচ খেলে ৩৯ দশমিক ৬৯ গড় আর ১১৬ দশমিক ৭৪ স্ট্রাইকরেটে ৫১৬ রান করেছেন শান্ত। ফিফটি ৪টি। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৮৯ রানের।

এবারের আসরে সেরা রান সংগ্রাহক তো হয়েছেনই। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিপিএলে অনন্য এক রেকর্ডও গড়ে ফেলেছেন শান্ত।

বাংলাদেশের কোনো ব্যাটার এর আগে বিপিএলের এক আসরে ৫০০ রানের মাইলফলক ছুঁতে পারেননি। সব মিলিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর। ২০১৯ বিপিএলে ৫৫৮ রান করেছিলেন তিনি। বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ঠিক তার পরেই শান্ত।

 শান্ত বল হাতেও নিয়েছেন একটি উইকেট। সবমিলিয়ে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এবারের বিপিএলের টুর্নামেন্টসেরার পুরস্কারটি উঠেছে বাঁহাতি এই ব্যাটারের হাতে। তাতে ১০ লাখ টাকা ঘরে তুলেছেন শান্ত।

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us


সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || songbadsomoy.com

রাজধানীর নিউমার্কেটে অগ্নিকান্ড - দুর্ঘটনা, নাশকতা নাকি পরিকল্পিত অভিনয় শিল্পীদের আইনি সহায়তায় লিগ্যাল উইংস গঠন রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এলো মাহে রমজান 'আজ আমাদের ছুটি' নাটকে অভিনয় শিল্পী সংঘ অভিনয়শিল্পী সংঘ ও ইনসাফ বারাকাহ হাসপাতালের সমঝোতা স্বাক্ষর আগামী ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে অভিনয় শিল্পী সংঘের মিলনমেলা