ঢাকা, বাংলাদেশ ২৬ এপ্রিল, ২০২৪

ঢামেকে আগুন, হুড়োহুড়িতে প্রাণ গেল রোগীর

Publish : 08:11 AM, 05 February 2023.
ঢামেকে আগুন, হুড়োহুড়িতে প্রাণ গেল রোগীর
ঢামেকে আগুনের খবরে তাড়াহুড়োয় নামতে গিয়ে রোগীর মৃত্যু
ঢামেক প্রতিনিধি :

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চারতলায় কিডনি ডায়ালাইসিস কক্ষের বাইরে এসির কম্প্রেসর থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। ডায়ালাইসিস কক্ষে নিয়োজিত কর্মীরা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনও ক্ষয়ক্ষতি না হলেও আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামের এক ভর্তি রোগী মারা গেছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে ডায়ালাইসিস কক্ষের বাইরে এ ঘটনা ঘটে। এ সময় ভর্তি রোগী জসিম উদ্দিন ষষ্ঠ তলা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হলে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার জানান, তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। হার্টের সমস্যা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত জসিম উদ্দিনকে শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর শয্যায় ভর্তি করা হয়। আগুন লাগার সময়ও তার বাবার শয্যায় বোনজামাই রাকিব ছিলেন। হঠাৎ চারতলা থেকে ধোঁয়া দেখে তাদের ওয়ার্ডের সবাই ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে জসিম উদ্দিনকে নিয়ে সিঁড়ি দিয়ে ষষ্ঠ তলা থেকে নিচে নামছিলেন তিনি। পাঁচতলার সিঁড়িতে এলে অসুস্থ হয়ে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন জসিম উদ্দিন। এ সময় তার ওপর দিয়ে অন্য লোকজন নামতে শুরু করেন। পরে তার বাবাকে জরুরি বিভাগে নেওয়া হলেও সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আগুন নেভানোর সময় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় আতঙ্কিত হয়ে আটতলা থেকে রোগী ও রোগীর স্বজনেরা সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামছিলেন। এ সময় অসুস্থ এক রোগী সিঁড়িতে মারা যান। ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। তবে স্বজনদের দাবি, ময়না তদন্ত ছাড়া তারা মরদেহ নিয়ে গ্রামে বাড়িতে নিয়ে যাবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস