প্রকাশিত: 05:50 PM, 25 January 2023
অভিনয় শিল্পী সংঘের সদস্যদের মিলন মেলা ১৮ ফেব্রুয়ারী
আগামী ১৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে পূর্বাচল সংলগ্ন (জোড়াপাম্প) উলুখোলা 'সি' ক্লাব রিসোর্টে অনুষ্ঠিত হবে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের - এক্টরস ইকুইটি ডে (AGM & Family Day)।
এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারবেন শুধুমাত্র অভিনয় শিল্পী সংঘের সদস্য ও সদস্যদের পরিবার।
অভিনয় শিল্পী সংঘের সধারন সম্পাদক রওনক হাসান জানিয়েছেন, এই অনুষ্ঠানে যাওয়ার জন্য সংঘের সদস্যদের রেজিস্ট্রেশন করতে হবে। পরিবারের সদস্য সংখ্যা জানিয়ে (শুধুমাত্র স্বামী/স্ত্রী ও সন্তান) আগামী ০৮ ফেব্রুয়ারী ২০২৩ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সংঘের সদস্যদের চাঁদা ফ্রি, স্বামী অথবা স্ত্রীর জন্য ৫০০ টাকা, সন্তান ১২ বছরের উর্ধ্বে ৫০০ টাকা ও অনূর্ধ্ব ১২ বছর ৩০০ টাকা এবং ড্রাইভার ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || songbadsomoy.com