ঢাকা, বাংলাদেশ ২৬ এপ্রিল, ২০২৪

নিপাহ ভাইরাসে পাবনায় প্রথম মৃত্যু

Publish : 09:05 AM, 23 January 2023.
নিপাহ ভাইরাসে পাবনায় প্রথম মৃত্যু
নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া পাবনার শিশু সোয়াদ আলী
জেলা প্রতিনিধি, পাবন� :

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার সোয়াদ আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনা জেলায় এটিই প্রথম মৃত্যু। সোমবার (২৩ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু সোয়াদ পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে। সে দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।নিপাহ ভাইরাসে এটিই পাবানায় প্রথম আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। সোয়াদের বাবা মো. সানোয়ার হোসেন বলেন, গত শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সোয়াদের নানা মো. রজব আলী তার নিজ হাতে লাগানো খেজুর গাছের রস নিয়ে মেয়ের বাড়িতে আসেন। সেই রস খেয়ে অসুস্থ হয়ে পড়ে সোয়াদ। প্রাথমিকভাবে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনলে কর্তব্যরত চিকিৎসক সোয়াদকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিষয়টি জানানো হয়েছে। এর আগে পাবনায় নিপাহ ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। এটাই প্রথম আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। শিশুটি‌ ঠিক কীভাবে কখন আক্রান্ত হলো তা জানতে আমরা কাজ শুরু করেছি। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।এ নিয়ে চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে দুইজনের মৃত্যু হলো। এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীতে এক নারীর মৃত্যু হয়েছিল।  

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস