ঢাকা, বাংলাদেশ ২৯ এপ্রিল, ২০২৪

অতিতে ভুলের ক্ষমা চেয়ে নৌকায় ভোট চাইলেন-মোরশেদ আলম

Publish : 03:05 AM, 05 January 2024.
অতিতে ভুলের ক্ষমা চেয়ে নৌকায় ভোট চাইলেন-মোরশেদ আলম
সেনবাগে আওয়ামী লীগের বিশাল জনসভায় মোরশেদ আলম
নোয়াখালী প্রতিনিধি :

অতিতের ভুল ক্রুটির জন্য নেতাকর্মী সহ সেনবাগের বাসির নিকট ক্ষমা চেয়ে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক মুক্ত শান্তি ও উন্নয়ন সমৃদ্ধ সেনবাগ গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আংশিক আসনের নৌকা মার্কার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম এমপি। বুধবার (৩জানুয়ারী) সন্ধ্যায়  সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সেনবাগ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত  বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাহার উল্যা বাহারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন, সার্ক মেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন, আর টিভির পরিচালক হুমায়ুন কবির বাবলু, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি হাসান মঞ্জুর, কেন্দ্রীয় যুবলীগ নেতা স¤্রাট নাছের , সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন ,সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল,আওয়ামীলীগ নেতা সামছুদ্দিন রিয়াদ , মহিলা আওয়ামীলীগ নেত্রেী রেজিয়া বেগম বকুল, সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া আল মামুন ,জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু প্রমুখ।

নির্বাচন পূর্ব শেষ এ নির্বাচনী সভায় বিকাল ৩টা থেকে উপজেলার ৯টি ইউপি ও একটি পৌরসভা এলাকা থেকে শতশত নেতাকর্মী মিছিল সহকারে জনসভাস্থলে উপস্থিত হয়। এতে সভাটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস