ঢাকা, বাংলাদেশ ২৯ এপ্রিল, ২০২৪

স্যাংশন এসে গেছে: শাহজাহান ওমর

Publish : 10:26 PM, 05 January 2024.
স্যাংশন এসে গেছে: শাহজাহান ওমর
স্যাংশন এসে গেছে: শাহজাহান ওমর
বরিশাল প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাইপাস মোড় আউরা হাটে পথসভায় গত ৩১ ডিসেম্বর নেতাকর্মীদের উদ্দেশে নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমর বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০ শতাংশের ওপরে ভোট না পড়লে অনেক দেশ অর্থনৈতিক, ভিসা, গার্মেন্টস ও ম্যানপাওয়ারে নিষেধাজ্ঞা দেবে।

কোন তথ্যের ভিত্তিতে এমন মন্তব্য করেছিলেন, গতকাল মঙ্গলবার আমাদের সময়’র পক্ষ থেকে তা জানতে চাওয়া হয় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমরের কাছে।

প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ‘স্যাংশনে এসেই গেছে। ক্ষমতাধর লোকেরা আমাদের মতো স্বল্পোন্নত দেশকে কব্জা করার জন্য, তাদের দালালি করার জন্য নানা পায়তারা করে। আমরা কোনো স্যাংশনের পরোয়া করি না। স্যাংশনে কী আসে-যায়। আমেরিকা, ইংল্যান্ড ও ইন্ডিয়াসহ ওই সকল দেশে না গেলে তাতে কী আসে যায়।’

এই নিষেধাজ্ঞা কারা দেবে—এমন প্রশ্নের জবাবে বিএনপি থেকে বহিষ্কৃত শাহজাহান ওমর বলেন, ‘আপাতত দৃষ্টিতে দেখা যায় মি. পিটার হাসের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর মধ্যে জাপান, কোরিয়া, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ এরকম কিছু দেশ আছে, যারা আমেরিকার দালাল। ছোট দেশগুলো বড় দেশের বৈধ ও অবৈধ সব কথায় সায় দেয়। গ্লোবাল ভিলেজ, যার যার পলিসি, স্বার্থ হাসিল করতে এগুলো হতেই থাকবে।’

ভোটের পরিবেশ সম্পর্কে শাহজাহান ওমর বলেন, ‘ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর ও ভালো রয়েছে। মানুষ সচেতন, হাসিখুশি মনে পরিবার নিয়ে ভোটকেন্দ্রে এসে আমাকে নৌকায় ভোট দিয়ে যাবেন।’

আওয়ামী লীগের ভোট কতটা পাবেন—জবাবে শাহজাহান ওমর বলেন, ‘আমি আওয়ামী লীগের শতভাগ ভোট পাব। আমি বিএনপিতে থাকা অবস্থায় আওয়ামী লীগের ৭০ পার্সেন্ট ভোট পেয়েছি। মুক্তিযোদ্ধাদের সবার ভোট আমি পেয়ে আসছি। ব্যক্তিগতভাবে আমাকে আওয়ামী লীগ, বিএনপি সবাই আমাকে ভালোসাবে। তারা আমাকে ভোট দেবে।’

নির্বাচনের মাঠে কোনো হুমকি পাচ্ছেন কি না, জবাবে শাহজাহান ওমর বলেন, খেঁকশিয়াল কি বাঘ-সিংহকে হুমকি দিতে পারে? হুমকি আমরা দিতে পারি। নির্বাচন সুষ্ঠের জন্য আমরা কাউকে হুমকি-ধামকির মধ্যে নেই। কারণ কাউকে হুমকির প্রয়োজন হয় না। জনগণ আমার সাথে আছে। আমি গায়ের জোরে এমপি হতে চাই না। জনগণের প্রয়োজনে আমাকে ভোট দেবে।’

প্রসঙ্গত, গত রবিবার নির্বাচনী পথসভায় নৌকার এই প্রার্থী বলেন, ‘যদি আপনারা সঠিকভাবে ভোট সিক্সটির (৬০ শতাংশের) ওপরে না দিতে পারেন, তখন তারা বলবে, “এই ভোট হয় নাই, এই ভোটকে আমরা বৈধতা দেই না।”… তারা প্রচার করবে “এই নির্বাচন হয় নাই।” ওরা আমাদের দেশে অর্থনৈতিক স্যাংশন দেবে, ভিসা স্যাংশন দেবে, গার্মেন্টেসে স্যাংশন দেবে, ম্যানপাওয়ারে স্যাংশন দেবে—নানা চেষ্টা করবে।’

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস