ঢাকা, বাংলাদেশ ২৭ এপ্রিল, ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ছিটকে পড়ল ডোবায়, অর্ধশত যাত্রী আহত

Publish : 09:19 AM, 05 January 2023.
নিয়ন্ত্রণ হারিয়ে বাস ছিটকে পড়ল ডোবায়, অর্ধশত যাত্রী আহত
একটি যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়
মফস্বল ডেস্ক :

যশোরের বাঘারপাড়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘারপাড়া-চাড়াভিটা সড়কের উপজেলার বোলদেঘাটা এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে রহিমা খাতুন (৫৫) ও রূপালী খাতুনকে(২৬) যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদের মধ্যে চারজন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়া ২৫-২৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে উপজেলার নারিকেলবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি বাস অর্ধশতাধিত যাত্রী নিয়ে বাঘারপাড়া-চাড়াভিটা সড়ক দিয়ে যশোরে যাচ্ছিল।

বাসের বেশির ভাগ যাত্রীই ছিলেন শিক্ষার্থী। সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী বাসটি উপজেলার বোলদেঘাটা এলাকায় পৌঁছায়। এ সময় মোড় অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি ছিটকে পাশের একটি ডোবায় পড়ে উল্টে যায়।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার ক্ষেত্রপালা গ্রামের লিয়াকত আলীর স্ত্রী মোসাম্মদ রহিমা খাতুন (৫৫), শেখেরবাতান গ্রামের সাগর হোসেনের স্ত্রী রূপালী খাতুন (২৬), নারিকেলবাড়িয়া গ্রামের আবদুল আলিমের স্ত্রী রোজিনা খাতুন (৩৫), ইন্দ্রা গ্রামের গোলাম মোহাম্মদ বিশ্বাসের ছেলে জিয়াউর রহমান (৪৫), বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী (৭৫), সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনাথ গ্রামের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) এবং একই জেলার রায়গঞ্জ উপজেলার চরপরমগাছা গ্রামের গোলবার শেখের ছেলে শাহ আলম (৫৫)।

আহত জাহাঙ্গীর হোসেন বলেন, ড্রাইভার বাসটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন। যে কারণে ফাঁকা রাস্তায় মোড় ঘুরতে গিয়ে বাসটি উল্টে যায়। ঘটনার পর বাসের ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যান।

এ বিষয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আইয়ুব হোসেন বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করা হয়। দুর্ঘটনায় কেউ মারা যাননি। তবে বাসটির সব যাত্রী কমবেশি আহত হয়েছেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুবির কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনায় আহত ২ জনকে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে, অপরজন মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ভর্তি রয়েছেন। এ ছাড়া ২৫-২৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন বলেন, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে উল্টে যায়। এতে বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস