ঢাকা, বাংলাদেশ ২৬ এপ্রিল, ২০২৪

সীতাকুণ্ডে শতাধিক স্থাপনা উচ্ছেদ, ১৯৪ একর জমি উদ্ধার

Publish : 09:04 AM, 04 January 2023.
সীতাকুণ্ডে শতাধিক স্থাপনা উচ্ছেদ, ১৯৪ একর জমি উদ্ধার
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডে
নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করে ১৯৪ দশমিক ১৮ একর জমি উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) উপজেলার ফৌজদারহাট এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে এ অভিযান চলে বেলা ৩টা পর্যন্ত।  জেলা প্রশাসন জানায়, সীতাকুণ্ডের উত্তর সলিমপুর মৌজার এক নম্বর খাস খতিয়ানের ১ নম্বর দাগের বিশাল জমি দখল করে রেখেছিল একটি চক্র। বুধবার সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। এ সময় শুকতারা রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্টুরেন্ট এবং বিভিন্ন দোকান-প্রতিষ্ঠান মিলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই অভিযানে দৃষ্টিনন্দন দুটি পুকুর উদ্ধার করা হয়। পরে সেখানে লাল পতাকা ও সাইনবোর্ড সাঁটানো হয়।এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, আমরা সরকারি সম্পত্তি রক্ষায় বদ্ধপরিকর। যেখানেই অবৈধ দখলদার পাওয়া যাবে সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ নগর থেকে অদূরে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় বিশাল সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এখানে জনস্বার্থে উন্নয়নমূলক কার্যক্রম করা হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস