ঢাকা, বাংলাদেশ ০৮ মে, ২০২৪

আটা, ময়দা মেখে রাখলে ই কালো হয় কেন

Publish : 05:05 AM, 23 December 2023.
আটা, ময়দা মেখে রাখলে ই কালো হয় কেন
আটা, ময়দা মেখে রাখলে ই কালো হয় কেন
লাইফস্টাইল ডেস্ক :

ব্রেকফাস্টে অথবা ডিনারে প্রায় দিনই রুটি খান অনেকে। কিন্তু আটা মাখার ঝক্কির জন্য অনেকেই একসঙ্গে অনেকটা আটা মেখে রেখে দেন। তারপর সেখান থেকে পরিমাণ মতো নিয়ে রুটি তৈরি করেন।

কিন্তু সমস্যা হলো, আটা মেখে অনেকদিন রেখে দিলে কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এর সমাধান কী জেনে নিন

আটা মাখতে বেশি পানি ব্যবহার করবেন না। বেশ কিছু দিনের জন্য অনেকটা আটা বা ময়দা মেখে রাখতে চাইলে সবসময় শুকনো করে মাখার চেষ্টা করতে হবে। আটা মাখার সময় বেশি পানি যেন না পড়ে। কারণ আটায় পানির ভাগ বেশি হলে তা দ্রুত কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অল্প তেল কিংবা ঘি দিয়ে আটা বা ময়দা মাখতে পারেন। এতে আটার তাল মসৃণ থাকে এবং অনেকদিন রাখলেও কালো হয় না।

এ ছাড়া যে কৌটাতে আটা রাখবেন, তার গায়ে অল্প সাদা তেল মাখিয়ে নিন। এতে অনেকদিন রেখে দিলেও ভালো থাকবে আটা ও ময়দা মাখা। আটা, ময়দা মাখার সময় গরম পানি ব্যবহার করুন।

ঠান্ডা পানি দিয়ে মেখে রাখলে তা দ্রুত কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম পানির ব্যবহারে কালো হয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কম থাকে। আটা রাখতে এয়ার টাইট কৌটা ব্যবহার করুন। বাতাসে ভাসমান ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে আটা কালো হয়ে যায়। তাই এয়ার টাইট কৌটা ব্যবহার করুন।

আটা বা ময়দা মেখে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে এয়ার টাইট কৌটাতে ভরে রাখতে পারেন। এই পাত্রটি ফ্রিজে সংরক্ষণ করতে হবে। সে ক্ষেত্রে তার মধ্যে বাতাস প্রবেশ করতে পারবে না, আর কালো হওয়ার আশঙ্কা থাকবে না।

লাইফ স্টাইল বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস