ঢাকা, বাংলাদেশ ২৯ এপ্রিল, ২০২৪

স্মার্ট নাগরিক তৈরির আঁতুড়ঘর হবে প্রাথমিক বিদ্যালয়: সচিব

Publish : 01:18 AM, 19 December 2023.
স্মার্ট নাগরিক তৈরির আঁতুড়ঘর হবে প্রাথমিক বিদ্যালয়: সচিব
স্মার্ট নাগরিক তৈরির আঁতুড়ঘর হবে প্রাথমিক বিদ্যালয়: সচিব
নিজস্ব প্রতিবেদক :

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক তৈরির আঁতুড়ঘর হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জাতি স্মার্ট বাংলাদেশ গড়তে সংকল্পবদ্ধ। স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ স্মার্ট নাগরিক। আর স্মার্ট নাগরিক তৈরির আঁতুড়ঘর হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রোববার (১৭ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফরিদ আহাম্মদ বলেন, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীর অল্প কয়েকটি দেশ স্বাধীনতা অর্জন করেছে। তার মধ্যে বাংলাদেশ অন্যতম। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর উন্নত জাতি গঠন করতে হলে প্রাথমিক শিক্ষার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

আধুনিক, বিজ্ঞানমনস্ক জাতি গঠনের ভিত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে নিরন্তর কাজ করে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেও উল্লেখ করেন সচিব।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ বণিক প্রমুখ।

অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস