ঢাকা, বাংলাদেশ ২৯ মার্চ, ২০২৪

বিজ আগামীতেও শেরেবাংলা পথকলি স্কুলের সাথে থাকবেঃ মার্গুব মোর্শেদ

Publish : 09:13 AM, 16 February 2023.
বিজ আগামীতেও  শেরেবাংলা পথকলি স্কুলের সাথে থাকবেঃ মার্গুব মোর্শেদ
পথকলি শিশুদের মাঝে কম্বল ও উন্নত মানের খাবার বিতারন
স্টাফ রিপোর্টার :

শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন,আমি খুবই আনন্দিত বিজ ঐতিহ্যবাহী সংগঠনটি শেরেবাংলা পথকলি স্কুলের পাশে দাঁড়িয়েছে।আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে।পথকলি শিশুদের পাশে সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি। 

১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার হাজারিবাগ ঝাউতলাস্হ শেরেবাংলা পথকলি স্কুলে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব, বিজ'র চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, তিনি বলেন,আমরা আনন্দিত এই স্কুলের পাশে থাকতে পেরে। ভবিষ্যৎ পথশিশুদের মানুষের মতো মানুষ করতে আমরা পাশে থাকতে চায়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজ এর নির্বহী পরিচালক ইকবাল আহম্মদ,স্কুলের উপদেষ্টা ও জাতীয় মানবাধিকার সমিতির সাংগঠনিক মো.মন্জুর হোসেন ঈসা, ফারুক হোসেন, পারুল বেগম,বিজ'র উপ -নির্বাহী পরিচালক মো.মজিবুর রহমাম। সংগঠনের সভাপতি সেলিনা আক্তার শিখার সভাপতিত্ব ও মহাসচিব আর কে রিপনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাজেদা সিরাজ,শাহাদত হোসেন,তানবিয়া শারমিন, শান্তনা ইসলাম, পবন আক্তার, ইলিয়াছ হোসেন,তিশাসহ প্রমূখ । 

অনুষ্ঠানে শতাধিক পথকলি শিশুদের মাঝে কম্বল ও উন্নত মানের খাবার বিতারন করা হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস