ঢাকা, বাংলাদেশ ২৫ এপ্রিল, ২০২৪

রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে নারী নিহত, গুলিবিদ্ধ ২

Publish : 08:15 AM, 16 February 2023.
রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে নারী নিহত, গুলিবিদ্ধ ২
ফাইল ছবি
জেলা প্রতিনিধি, কক্স� :

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুর্বৃত্তদের পৃথক গুলির ঘটনায় এক নারী নিহত এবং হেডমাঝিসহ (রোহিঙ্গা নেতা) দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৭ ব্লক এবং ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১ ব্লকে গুলির ঘটনা ঘটে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন। নিহত রোহিঙ্গা নারীর নাম নূর কায়েস (২৭)। তিনি বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৭ ব্লকের বাসিন্দা মো. নজুম উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন- উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১ ব্লকের বাসিন্দা করিম উল্লাহর ছেলে ও ১২ নম্বর ক্যাম্পের হেডমাঝি মো. আব্দুর রহিম (৩৮) এবং বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৭ ব্লকের বাসিন্দা আরাফাত হোসেন। ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় নূর কায়েস নিজের বসতঘরে অবস্থান করছিলেন। এসময় আকস্মিক একদল অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া এলোপাতাড়ি গুলিতে দুজন আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর কায়েসকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং গুলিবিদ্ধ অপর রোহিঙ্গা আরাফাত হোসেন এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি। এদিকে একইদিন (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী একদল অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলিতে মো. আব্দুর রহিম নামে রোহিঙ্গা কমিউনিটির এক নেতা আহত হয়েছেন বলে জানান শেখ মোহাম্মদ আলী। ওসি জানান, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১ ব্লকে নিজের বসতঘরের অদূরে অবস্থান করছিলেন মো. আব্দুর রহিমসহ কয়েকজন রোহিঙ্গা। এ সময় ৪/৫ জন মুখোশধারী দুর্বৃত্ত আব্দুর রহিমের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পাঠিয়ে দেন বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস