ঢাকা, বাংলাদেশ ২০ এপ্রিল, ২০২৪

নর্দান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

Publish : 07:49 AM, 22 January 2023.
নর্দান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ
ভাটারায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা: রাজধানীর ভাটারা এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।রোববার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাওলা এলাকার ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় ওই এলাকায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া জানান, দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিকেল থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা কাওলা ব্রিজ এলাকায় রাস্তায় যান চলাচল বন্ধ করে নাদিয়ার মৃত্যুর ব্যাপারে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। তবে পরবর্তীতে শিক্ষার্থীদের আরও কোনো কর্মসূচি আছে কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। রোববার দুপুর পৌনে ১টায় ভাটারা এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নাদিয়া নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস