ঢাকা, বাংলাদেশ ২০ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি, ঢাকায় মানববন্ধন

Publish : 06:47 AM, 09 January 2023.
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি, ঢাকায় মানববন্ধন
ফয়সালের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে সংগঠনটি
নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ ফয়সাল আরিফের মৃত্যুর প্রতিবাদে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন। ফয়সালের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে সংগঠনটি।  সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় মানবন্ধনটি শুরু হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কিছু প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। যেগুলোতে লেখা ছিল- ‘আমেরিকায় মানবাধিকার আজ কোথায়?’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘যুক্তরাষ্ট্রে আজ মানবাধিকার ভূলুণ্ঠিত’- প্রভৃতি স্লোগান।মানববন্ধনে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।‘যুক্তরাষ্ট্রে আমার এক বাঙালি ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। কথায় কথায় যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে। কিন্তু আমাদের বাঙালিরা যুক্তরাষ্ট্রেই মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে।’হাসিবুর রহমান বলেন, ‘এটা আমরা পৃথিবীকে জানাতে চাই। আমাদের দেশে কিছু হলে বিদেশি রাষ্ট্রদূতরা প্রতিবাদ করেন। এখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও প্রতিবাদ করুক। আমরা এটা করেছি, বিশ্বের প্রতিটি জায়গায় যেন এটা ছড়িয়ে পড়ে।’  যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এইলেন লবাখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।  মার্কিন অ্যাডমিরালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাকে কেন্দ্র করে এ মানববন্ধন কি না বা আজই কেন এ মানববন্ধন করতে হবে- এমন প্রশ্নের জবাবে কাউন্সিলর হাসিবুর রহমান বলেন, ‘যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের অন্য দেশগুলোকে দেখে, এজন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রতিবাদ করেছি।’  মানববন্ধনে নানা বয়সী শতাধিক লোক অংশ নেন। তবে নিহত ফয়সাল আরিফের কোনো আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন না।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস