ঢাকা, বাংলাদেশ ২৮ মার্চ, ২০২৪

ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে জয়ী স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল

Publish : 07:04 AM, 26 December 2022.
ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে জয়ী স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল
বিতর্ক প্রতিযোগিতায় স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল
ফেনী জেলা প্রতিনিধি :

ফেনী জেলা প্রতিনিধি:  বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত ১ম ইন্টার স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২২ এর প্রথম রাউন্ডে গানার্স ইংলিশ স্কুল, চট্টগ্রাম (পক্ষ) টিমকে হারিয়ে জয়ী হয়েছে ফেনীতে সরকারি অনুমোদিত একমাত্র ইংলিশ ভার্সন স্কুল স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল (বিপক্ষ)। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে  Cultural Backwardness hinders the progress of economy বিষয়ের উপর বিতর্কটি অনুষ্ঠিত হয়।  বিতর্ক প্রতিযোগিতায় স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ তাহমিদুজ্জামান অধর শ্রেষ্ঠ বিতার্কিক ঘোষিত হন। এছাড়াও সাইমি শাহাদাত ও আদিবা মাহমুদ রোদেলা স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধিত্ব করেন। আবুল মাসুদ চৌধুরীর গ্রন্থনায় ও মুন্না মজুমদারের সমন্বয়ে বিতর্ক প্রতিযোগিতায় সভাপতির দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম‌ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মাইনুল হাসান চৌধুরী ‌। বিচারকের দায়িত্ব পালন করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজির প্রভাষক  রাহী হাসান চৌধুরী, কনফিডেন্স সল্ট লিমিটেড এর হেড অব মার্কেটিং সর্দার নওশাদ ইমতিয়াজ ও যমুনা টিভির সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন।  উল্লেখ্য যে, দেশের প্রথম সারির ৬৪ টি ইংলিশ ভার্সন স্কুল নিয়ে বিটিভি-১ম ইন্টার স্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Follow Us

সম্পাদক ও প্রকাশক
ইব্রাহিম শরীফ মুন্না
Email: [email protected]
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || SongbadSomoy.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন শান্তিপূর্ণভাবে করার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে : সিইসি শিরোনাম ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শিরোনাম জানা গেল সাকিব আল হাসানের ভোট কেন্দ্র শিরোনাম বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা শিরোনাম আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: ওবায়দুল কাদের শিরোনাম ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস